Thursday, August 21, 2025

নাইট ক্যাপ্টেন্সি থেকে সরলেন দীনেশ, গম্ভীরের টুইট বাড়ালো জল্পনার আঁচ

Date:

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচ খেলতে নামার আগেই সকলকে চমকে দিয়ে নাইটের নেতৃত্ব ছেড়েছেন দীনেশ কার্তিক। ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগানের হাতে কেকেআরের দায়িত্ব তুলে দেওয়ার কারণ হিসেবে কার্তিক জানিয়েছেন, তিনি তার ব্যাটিংয়ে আরও বেশি করে মনোনিবেশ করতে চান। তবে এভাবে হঠাৎ দীনেশ কার্তিকের অধিনায়ক পথ থেকে সরে দাঁড়ানোর পর একটি টুইট করে বসলেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর। আর সেই টুইটকে কেন্দ্র করে শুরু হল জল্পনা।

ক্রমাগত ব্যর্থতার কারণে দীনেশ কার্তিক নিজে থেকে কি অধিনায়ক পর থেকে সরে গেলেন? নাকি সরিয়ে দেওয়া হলো তাকে? বর্তমানে এই প্রশ্ন নিয়ে চলছে কাটাছেঁড়া। গৌতম গম্ভীরের পর ২০১৮ সাল থেকে নাইটের দায়িত্ব কাঁধে নিয়েছেন কার্তিক। তবে দায়িত্ব নিলেও সাফল্যের মুখ সেভাবে দেখতে হয়নি তাকে। ওই বছর প্লে-অফে উঠলেও, ২০১৯ সালে চূড়ান্ত খারাপ পারফরম্যান্সের কারণে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় কেকেআর। চলতি বছরেও সাত ম্যাচে মাত্র চারটিতে জিতেছে নাইট রাইডার্স। চূড়ান্ত খারাপ পারফরম্যান্সের জন্য স্বাভাবিকভাবেই কাঠগড়ায় উঠেছেন নাইট অধিনায়ক। এরপরই অধিনায়ক বদলের এই সিদ্ধান্ত। এহেন পরিস্থিতির মাঝেই একটি টুইট করে বসেন গৌতম গম্ভীর। আর তার টুইটকে কেন্দ্র করে দানা বেঁধেছে রহস্য।

আরও পড়ুন: ‘দাদা’র শিরোপায় নতুন পালক দীপাবলিতে !

কলকাতাকে পরপর দুবার আইপিএল জেতানো অধিনায়ক গৌতম গম্ভীর টুইটে লেখেন, ‘একজন উত্তরাধিকার তৈরি করতে অনেক সময় লাগে কিন্তু তা নষ্ট করতে স্রেফ একটি মিনিট যথেষ্ট।’ তার এই টুইটের পর নানা রকম জল্পনা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। জল্পনা ওঠে তবে কি নাইট শিবিরে সৌরভ গাঙ্গুলীর মত কোনও ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন গৌতম গম্ভীর। তবে সেসব প্রশ্নের উত্তর না মিললেও নাইট শিবিরে যে কিছু একটা ঘটে গিয়েছে তা সহজেই অনুমেয়।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version