Wednesday, August 20, 2025

যোগীর রাজ্যেই প্রকাশ্যে গুলি করে খুন করা হল বিজেপি নেতাকে

Date:

ফের খুনের ঘটনা যোগীর রাজ্যে। এবার দুষ্কৃতীরা জনসমক্ষে গুলি করে মারলো এক বিজেপি নেতাকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ আটক করেছে তিন বিজেপি নেতাকেই। জানা যাচ্ছে দলের গোষ্ঠীকোন্দলের কারণেই এই খুন। বালিয়ারের ঘটনার পরে এবারের ঘটনা ফিরোজাবাদের।

মৃত বিজেপি নেতার নাম দয়াশঙ্কর গুপ্তা। তিনি ছিলেন মণ্ডল সহ-সভাপতি। জানা যাচ্ছে, শুক্রবার রাতে নিজের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন । তখনই তাঁকে তিন দুষ্কৃতী ধাওয়া করে। দুষ্কৃতীরা বাইকে ছিল। তখনই তাঁকে গুলি করে পালিয়ে যায়। দয়াশঙ্করকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান।

মৃত বিজেপি নেতার পরিবারের দাবি,রাজনৈতিক বিরোধিতার জন্যই খুন করা হয়েছে বিজেপির মণ্ডল সহ-সভাপতিকে। দয়াশঙ্কর গুপ্তার পরিবারের অভিযোগের ভিত্তিকে কেন্দ্র করে, ওই এলাকারই আরেক বিজেপি নেতা বীরেশ তোমর এবং তাঁর দুই আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রের খবর, বীরেশ তোমর বিজেপিতে ছিলেন না। তিনি এলাকার পঞ্চায়েত নির্বাচনে অন্য দলের টিকিটে দয়াশঙ্করকে হারিয়ে দেন। সম্প্রতি নিজের পুরনো দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তোমর। এবং বিজেপিতে যোগদানের পরেই ক্ষমতা দখলের লড়াইয়ে নেমে পড়েছেন তিনি। দয়াশঙ্করকে নিজের রাস্তা থেকে সরানোর জন্য তিনিই এই খুন করতে পারেন বলে পুলিশের ধারণা।

প্রশ্ন উঠছে, বিজেপি শাসিত রাজ্যে বিজেপি নেতাদেরই কোনও সুরক্ষা নেই?

আরও পড়ুন-এবার চিন থেকে ফ্রিজ, এসি আমদানি বন্ধ করছে ভারত

Related articles

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...
Exit mobile version