Sunday, November 16, 2025

দলের উল্লেখ না রেখে শুভেন্দুর কর্মসূচি

Date:

Share post:

প্রায় শুরু দুর্গোৎসব। শনিবার প্রথমা। আর সেদিনই পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামের শহিদদের পরিবার ও আন্দোলনে আহতদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এ পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু এই অনুষ্ঠানে কোথাও তৃণমূল কংগ্রেসের কোনও উল্লেখ নেই। ব্যানারেও একা শুভেন্দু অধিকারী ছবিই দেখা গেল।

বরাবরই সমাজসেবামূলক কাজে যুক্ত থাকেন তিনি। লকডাউনের সময় বিভিন্ন জায়গায় ত্রাণ বিলি-সহ অন্যান্য কাজে দেখা গিয়েছে শুভেন্দুকে। আমফানেও আটকে থাকেনি গরিব মানুষের পাশে দাঁড়ানোর তাঁর কর্মসূচি। তবে সবক্ষেত্রেই তৃণমূলের ব্যানারে নয়, ব্যক্তি উদ্যোগে বা কোন সমাজ সেবামূলক সংগঠনের মাধ্যমে এই কাজগুলি করছেন শুভেন্দু। এদিন সকাল সাড়ে দশটায় কৃষক বাজারে উপহার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে নন্দীগ্রামের শহিদদের পরিবারকে সম্মান জ্ঞাপন করেন শুভেন্দু। তাদের হাতে তুলে দেন দুর্গাপুজোর উপহার। বাদ পড়েনি আহতরাও। সেখানেও শাসকদলের কোনও উল্লেখ নেই। মঞ্চের পিছনে যে ব্যানারটা রয়েছে, সেখানেও শাসকদল বা তার কোনো কমিটির নাম নেই। নেই শুভেন্দু অধিকারী ছাড়া আর কারও ছবি।

বিভিন্ন সময় নন্দীগ্রামে আন্দোলনের শহিদ, তাঁদের পরিবার, এই আন্দোলনে যুক্ত সবার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। বারবার মনে করিয়ে দিয়েছেন রাজ্যে রাজনৈতিক পালাবদলে নন্দীগ্রাম আন্দোলনের ভূমিকার কথা। পুজোর উৎসবেও তিনি যে তাঁর একসময়ের সহযোদ্ধাদের ভোলেননি, এদিন উপহার তুলে দিয়ে সেটাই বোঝালেন শুভেন্দু। তবে, সেখানে শাসকদলের কোনও উল্লেখ না থাকায় জল্পনা রাজনৈতিক মহলে।

আরও পড়ুন- কাপুর পরিবারে ফের বসছে বিয়ের আসর, পাত্র করিশ্মা-করিনা কাপুরের ভাই আদর

spot_img

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...