Thursday, August 28, 2025

হংকং ইস্যুতে কানাডাকে হুঁশিয়ারি চিনের, পাল্টা বিবৃতিতে কোণঠাসা জিনপিং

Date:

চিন প্রশাসনের তরফে হংকংয়ে জারি করা রাষ্ট্রীয় সুরক্ষা আইনকে কেন্দ্র করে এবার সংঘাত শুরু হল কানাডার মধ্যে। চিন প্রশাসনের জোরপূর্বক চাপিয়ে দেওয়া এই আইনের বিরুদ্ধে রীতিমতো ক্ষুব্ধ হংকংয়ের সাধারণ মানুষ। অনেকেই নিজ দেশ ছেড়ে পালিয়ে আসছেন কানাডায়। আর এখানেই ঘোর আপত্তি জানিয়েছে চিন। এক বিবৃতি জারি করে কানাডা সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছে চিন প্রশাসন।

কানাডায় অবস্থিত চিনের রাষ্ট্রদূত কোম্পিও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে রীতিমতো হুশিয়ারী দিয়ে জানিয়েছেন, হংকং থেকে পালিয়ে কানাডায় আসা মানুষকে সেখানে আশ্রয় দেওয়া যাবে না। কিন্তু তাও যদি কানাডার সরকার তাদের সেখানে থাকতে দেয়, তাহলে এই বিষয়টা চিনের অভ‍্যন্তরীণ মামলায় কানাডার দখলদারি হিসাবে গণ্য করা হবে। তবে চিনের এই হুঁশিয়ারিকে বিন্দুমাত্র পরোয়া না করে পাল্টা জবাব দিয়েছে কানাডা। স্পষ্ট ভাষায় শি জিনপিং সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে, চিনে যেভাবে মানবাধিকার লংঘিত হচ্ছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে কানাডা। স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে, চিনে বসবাসকারী মানুষের মানবাধিকার রক্ষার বিষয়ে লড়াই চালিয়ে যাওয়া হবে। সেটা উইঘুর মুসলিমদের অধিকার হনন হোক বা হংকংয়ের মানুষের মানবাধিকার লংঘন কিংবা চিনের কোনও রকম কূটনৈতিক চালের বিরুদ্ধাচরণ। সবেতেই আমাদের লড়াই জারি থাকবে।

আরও পড়ুন: দীর্ঘ ৬৭ বছর পর আমেরিকায় প্রথম মৃত্যুদণ্ড হতে চলেছে কোনও মহিলার

এর পাশাপাশি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, আমাদের দেশ সর্বদা ব্রিটেন, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে মানবাধিকারের পক্ষে লড়াই জারি রাখবে। মানবাধিকার খন্ডনের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাবে। পাল্টা উত্তর পেয়ে কোণঠাসা হয়ে পড়া চিন অবশ্য রীতিমতো হুঁশিয়ারি দিয়েছে কানাডাকে। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিঝিয়ান কানাডার জবাবে রীতিমতো ক্ষুব্ধ হয়ে বলেন, আমাদের উপর কোনওরকম দোষারোপ আমরা সফল হতে দেব না। এর ফল কানাডাকে ভুগতে হবে।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version