জ্বর নেই-সিটি স্ক্যান রিপোর্টে মেলেনি সমস্যা, ভালো আছেন দিলীপ ঘোষ

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আগের চেয়ে ভাল আছেন। আজ, রবিবার সল্টলেকের বেসরকারি হাসপাতালের তরফে এমনটাই জানানো হয়েছে। তাঁর মেডিক্যাল বুলেটিনে চিকিৎসকরা জানিয়েছে, শরীরে আর জ্বর নেই করোনা আক্রান্ত দিলীপবাবুর। চিকিৎসায় সাড়া দিয়ে ক্রমশ সুস্থ হয়ে উঠছেন রাজ্য বিজেপি সভাপতি।

মেডিক্যাল বুলেটিনের বিবৃতি অনুসারে, দিলীপ ঘোষের রক্তচাপ, SPO2 স্থিতিশীল রয়েছে। জেনারেল আইসোলেশন কেবিনে দেওয়া হয়েছে তাঁকে। একইসঙ্গে জানানো হয়, গতকাল শনিবার দিলীবাবুর গলার যে সিটি স্ক্যান করানো হয়েছিল, সেই রিপোর্টে কোনও সমস্যা ধরা পড়েনি তাঁর। তাঁকে সাধারণ খাবার দেওয়া হচ্ছে।

গত ৮ অক্টোবর বিজেপির নবান্ন অভিযানের পরপরই কিছুটা অসুস্থ বোধ করেন দিলীপ ঘোষ। তাঁর পূর্ব ঘোষিত পরবর্তী রাজনৈতিক কর্মসূচি বাতিল করে দেন তিনি। সন্দেহ হওয়াতে করোনা টেস্ট করান। এরপর গত শুক্রবার রিপোর্টে কোভিড পজিটিভ ধরা পড়ে দিলীপ ঘোষের। ১০২ ডিগ্রি জ্বর নিয়ে ভর্তি হন হাসপাতালে। সামান্য শ্বাসকষ্টের সমস্যাও হচ্ছিল তাঁর। এখন তিনি অনেকটাই সুস্থ। এই খবরে দিলীপ ঘোষের রাজনৈতিক অনুগামীদের কিছুটা হলেও স্বস্তি মিলল।

আরও পড়ুন- রুদ্ধশ্বাস সুপার ওভারে জয়ের ট্র্যাকে ফিরল কলকাতা

Previous articleরুদ্ধশ্বাস সুপার ওভারে জয়ের ট্র্যাকে ফিরল কলকাতা
Next articleআলোকসজ্জায় সচেতনতা, শহরের দুর্গোৎসবে করোনা যোদ্ধাদের স্যালুট চন্দননগরের