Saturday, November 8, 2025

ব্যাপক অনুপ্রবেশ, নিজেরাই সীমান্ত পাহারা দিতে কেন্দ্রের অনুমতি চাইলেন সাংসদ

Date:

বাংলাদেশ সীমান্ত থেকে ভারতে অনুপ্রবেশের ঘটনা দীর্ঘদিনের একটি সমস্যা। আর এই সমস্যার জেরে জর্জরিত সীমান্তবর্তী এলাকার মানুষ। বাংলাদেশ ও মায়ানমার সীমান্ত পেরিয়ে বহু মানুষ ঢুকে পড়ছে ভারতে। দীর্ঘদিনের এই সমস্যা দূরীকরণের জন্য এবার কেন্দ্রের কাছে আবেদন জানালেন মিজোরামের একমাত্র সংসদ কে ভানলাভেনা। তাঁর আবেদন, প্যারামিলিটারিতে মিজোরামের আলাদা ফোর্স গঠন করুন। আমরাই সীমান্ত পাহারা দেব।

সম্প্রতি কেন্দ্রের কাছে মিজোরামের সাংসদ ভানলাভেনা দাবি করেছেন, মিজোরাম সীমান্ত থেকে ব্যাপক অনুপ্রবেশের কারণে তাদের রাজ্যে কাজের সুযোগ ভীষণভাবে কমে গিয়েছে। কর্মসন্ধানের জন্য অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে মিজোরামের ছেলেমেয়েদের। এই রাজ্য তো বটেই এমনকি দেশের সুরক্ষার জন্য অবিলম্বে মিজোরাম সীমান্তে কড়া নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আবেদন জানান তিনি। পাশাপাশি তাঁর আবেদন, অবিলম্বে মিজোরামের জন্য আলাদা ফোর্স গঠন করুক কেন্দ্রীয় সরকার। যাতে আমরাই সীমান্ত পাহারা দিতে পারি নিজের রাজ্যের।

আরও পড়ুন: নিজের উপর হামলা চালাতে গুন্ডা ভাড়া, যোগীর রাজ্যে পুরোহিতের ষড়যন্ত্র ফাঁস

প্রসঙ্গত, মায়ানমারের সঙ্গে ৪০৪ কিলোমিটার ও বাংলাদেশের সঙ্গে ৩১৮ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে মিজোরামের। এখানে মায়ানমার সীমান্ত পাহারা দায়িত্বে রয়েছে অসম রাইফেলস। এবং বাংলাদেশ সীমান্তের দায়িত্বে বিএসএফ। দেশের নিরাপত্তা বিভাগে মিজোরামকে অগ্রাধিকার দিতে সম্প্রতি অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন সিআরপিএফে আনা হবে মিজো ব্যাটেলিয়ান। এদিন সে কথা স্মরণ করিয়ে দিয়ে দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর কাছে মিজো রেজিমেন্ট গঠনের আবেদন জানালেন সংসদ ভানলাভেনা। পাশাপাশি ওই সংসদ আরও জানিয়েছেন, দেশের স্বাধীনতা আন্দোলনে মিজোরামের মানুষের অনেক অবদান রয়েছে। সাহসিকতার জন্য রয়েছে যথেষ্ট সুনাম তাই দেশ সেবার কাজে মিজো ছেলে মেয়েদের সুযোগ দিক সরকার।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version