Saturday, August 23, 2025

ব্যাপক অনুপ্রবেশ, নিজেরাই সীমান্ত পাহারা দিতে কেন্দ্রের অনুমতি চাইলেন সাংসদ

Date:

বাংলাদেশ সীমান্ত থেকে ভারতে অনুপ্রবেশের ঘটনা দীর্ঘদিনের একটি সমস্যা। আর এই সমস্যার জেরে জর্জরিত সীমান্তবর্তী এলাকার মানুষ। বাংলাদেশ ও মায়ানমার সীমান্ত পেরিয়ে বহু মানুষ ঢুকে পড়ছে ভারতে। দীর্ঘদিনের এই সমস্যা দূরীকরণের জন্য এবার কেন্দ্রের কাছে আবেদন জানালেন মিজোরামের একমাত্র সংসদ কে ভানলাভেনা। তাঁর আবেদন, প্যারামিলিটারিতে মিজোরামের আলাদা ফোর্স গঠন করুন। আমরাই সীমান্ত পাহারা দেব।

সম্প্রতি কেন্দ্রের কাছে মিজোরামের সাংসদ ভানলাভেনা দাবি করেছেন, মিজোরাম সীমান্ত থেকে ব্যাপক অনুপ্রবেশের কারণে তাদের রাজ্যে কাজের সুযোগ ভীষণভাবে কমে গিয়েছে। কর্মসন্ধানের জন্য অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে মিজোরামের ছেলেমেয়েদের। এই রাজ্য তো বটেই এমনকি দেশের সুরক্ষার জন্য অবিলম্বে মিজোরাম সীমান্তে কড়া নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আবেদন জানান তিনি। পাশাপাশি তাঁর আবেদন, অবিলম্বে মিজোরামের জন্য আলাদা ফোর্স গঠন করুক কেন্দ্রীয় সরকার। যাতে আমরাই সীমান্ত পাহারা দিতে পারি নিজের রাজ্যের।

আরও পড়ুন: নিজের উপর হামলা চালাতে গুন্ডা ভাড়া, যোগীর রাজ্যে পুরোহিতের ষড়যন্ত্র ফাঁস

প্রসঙ্গত, মায়ানমারের সঙ্গে ৪০৪ কিলোমিটার ও বাংলাদেশের সঙ্গে ৩১৮ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে মিজোরামের। এখানে মায়ানমার সীমান্ত পাহারা দায়িত্বে রয়েছে অসম রাইফেলস। এবং বাংলাদেশ সীমান্তের দায়িত্বে বিএসএফ। দেশের নিরাপত্তা বিভাগে মিজোরামকে অগ্রাধিকার দিতে সম্প্রতি অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন সিআরপিএফে আনা হবে মিজো ব্যাটেলিয়ান। এদিন সে কথা স্মরণ করিয়ে দিয়ে দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর কাছে মিজো রেজিমেন্ট গঠনের আবেদন জানালেন সংসদ ভানলাভেনা। পাশাপাশি ওই সংসদ আরও জানিয়েছেন, দেশের স্বাধীনতা আন্দোলনে মিজোরামের মানুষের অনেক অবদান রয়েছে। সাহসিকতার জন্য রয়েছে যথেষ্ট সুনাম তাই দেশ সেবার কাজে মিজো ছেলে মেয়েদের সুযোগ দিক সরকার।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version