Thursday, August 28, 2025

বিহারে বিজেপি বেশি আসন পেলেও মুখ্যমন্ত্রী নীতীশই, জল্পনা উড়িয়ে বললেন শাহ

Date:

“বিহার বিধানসভা নির্বাচনে যদি দেখা যায় বিজেপি বেশি আসন পেয়েছে জেডিইউয়ের থেকে, তাহলেও রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন নীতীশকুমার। এবিষয়ে কোনও সংশয় নেই। নীতীশকুমার বিজেপি ও জেডিইউ জোটের মুখ্যমন্ত্রী। জোটের কোন দল কটা আসন পেল, কে বেশি কে কম, তা বিবেচ্য নয়। সেটা দেখে মুখ্যমন্ত্রী বদলাবে না।” বিহার ভোটের আগে সব জল্পনা উড়িয়ে একথা স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সব জল্পনায় জল ঢেলে তিনি বলেন, নীতীশকুমারই যে মুখ্যমন্ত্রী হবেন, তা নিয়ে কোনও সংশয় নেই। জেডিইউ কম আসন পেলেও নীতীশই মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, বিহারে এনডিএ জোট ছাড়ার পরেই বিজেপি ও জেডিইউর মধ্যে বিভাজন তৈরি করতে সক্রিয় হয়েছেন এলজেপি নেতা চিরাগ পাসোয়ান। তিনি লাগাতার প্রচার করছেন, বিহারে বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হলে তা বিহারবাসীর জন্য মঙ্গলের। সেক্ষেত্রে তাঁর দলও সরকারকে সমর্থন করবে। চিরাগের দাবি, মোদির উপর বিহারবাসীর আস্থা থাকলেও নীতীশের বিরুদ্ধে প্রচণ্ড ক্ষোভ রয়েছে। তাই বিধানসভা ভোটে বিজেপি ভাল ফল করলেও জেডিইউয়ের ফল খুবই খারাপ হবে। বিজেপি বেশি আসন পেলে নীতীশেরও মুখ্যমন্ত্রী হওয়া হবে না। এলজেপির এই প্রচারের পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছিল, তবে কি চিরাগকে পিছন থেকে উসকে দিচ্ছে বিজেপিই? এভাবেই কি নীতীশ বিরোধী প্লট তৈরি হচ্ছে? এধরনের প্রচারে বিভ্রান্তি বাড়ছিল জেডিইউ কর্মীদের মধ্যেও। বিজেপি ও জেডিইউ এই দুই শরিক দলের মধ্যে পারস্পরিক সন্দেহের বাতাবরণ তৈরি হচ্ছিল। এই আবহে অবশেষে সব জল্পনায় জল ঢাললেন খোদ অমিত শাহ। স্পষ্ট করে দিলেন, যে অবস্থাই হোক, যে দল যাই আসন পাক, মুখ্যমন্ত্রী নীতীশই। অমিত শাহ বলেন, এটা দুই শরিক দলের মধ্যে আস্থা ও সম্মানের বিষয়। আমরা এখানে এনডিএ হিসাবে ঐক্যবদ্ধভাবে লড়াই করছি। বিহারে এনডিএ নরেন্দ্র মোদি ও নীতীশকুমারকে সামনে রেখে লড়ছে। এখানে অন্য প্রশ্নের অবকাশ নেই। অমিত শাহের দাবি, বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ দুই তৃতীয়াংশ ভোট পেয়ে সরকার গড়বে এবং মুখ্যমন্ত্রী হবেন নীতীশকুমার।

আরও পড়ুন : ষষ্ঠীর দিন বিজেপির পুজো উদ্বোধনে মোদি, নাচের অনুষ্ঠানে ডোনা

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version