Sunday, August 24, 2025

মুখ্যমন্ত্রীকে ‘সম্মানের পাগড়ি’ উপহার দিতে চান বলবিন্দর-পত্নী করমজিৎ

Date:

বিজেপি’র নবান্ন অভিযানের সময় অস্ত্র-সহ ধৃত বলবিন্দর সিং এখনও পুলিশ হেফাজতে। তাঁকে আবার সোমবার আদালতে হাজির করানোর কথা৷

এরই মাঝে বলবিন্দর সিং-এর স্ত্রী করমজিৎ কাউর জানিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মানের পাগড়ি উপহার দিতে চান তিনি৷ বলবিন্দরের ‘পাগড়ি’ বিতর্ক নিয়ে রাজ্য রাজনীতিতে সময়িক উত্তেজনার সৃষ্টি হয়েছিলো। ওই বিতর্কে যথারীতি হাওয়া দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। শনিবার পরিস্থিতি বদলেছে৷ রাগ বা অভিমান ভুলে এখন বাংলার মুখ্যমন্ত্রীকে সম্মানের পাগড়ি উপহার দিতে চাইছেন বলবিন্দরের স্ত্রী ও পরিবার। শনিবারই বলবিন্দরের স্ত্রী-পুত্রের কাছে পৌঁছেছে মুখ্যমন্ত্রী মমতার ‘স্নেহের উপহার’। তাঁদের পরিবারের পাশে থাকার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। এতেই খুশি হয়েছে করমজিৎ৷ তিনি বলেছেন, “দুর্গাপুজোর সময় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের উপহার দিয়েছেন। আমি সম্মানিত। আমার জন্য সালোয়ার স্যুট, আমাদের ছেলের জন্য কুর্তা- পাজামা এবং একটি শাল উপহার দিয়েছেন তিনি। আমিও ওঁর সঙ্গে দেখা করে ওঁকে একটি পাগড়ি উপহার দিতে চাই।”
মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপের পর শিখ সম্প্রদায়ের প্রস্তাবিত বিক্ষোভ সমাবেশও বাতিল করে দেওয়া হয়েছে। তাঁদের তরফে টুইটে বলা হয়েছে, বাংলার মুখ্যমন্ত্রীর আচরণে তাঁরা সন্তুষ্ট। ‘দিল্লি শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটি’-র সভাপতি মনজিন্দর সিংহ সিরসা টুইট করেন, ‘রাজ্যপুলিশের ডিজি-র তরফে প্রাক্তন ফৌজি বলবিন্দর সিংহের স্ত্রী করমজিৎ কাউরকে দেওয়া সুবিচারের আশ্বাসের জন্য মমতাজিকে বিশেষ ধন্যবাদ। মমতাজি করমজিৎকে একটি স্যুটও পাঠিয়েছেন, যা সবচেয়ে সুন্দর উপহার’।

আরও পড়ুন : ষষ্ঠীর দিন বিজেপির পুজো উদ্বোধনে মোদি, নাচের অনুষ্ঠানে ডোনা

 

Related articles

যা চাই তাই দেয়, টাকা পেলে দুর্বল স্বামী হতে আপত্তি নেই যিশুর!

বলিউডে ফের 'ট্রায়াল' দিতে তৈরি অভিনেতা যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta)। তাঁর বিচরণ এখন আর শুধু টলিপাড়ায় আটকে...

লুটের অস্ত্রে ছিনতাই, ডাকাতি! ভোটের আগে বাংলাদেশে অরাজকতা ঠেকাতে ব্যর্থ

এক বছর আগে সরকারের পালা বদলের সময়ে গোটা বাংলাদেশ জুড়ে ন্যায়ের শাসক কার্যত উড়ে গিয়েছিল। সেই সুযোগে চট্টগ্রামের...

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...
Exit mobile version