Saturday, August 23, 2025

বিহারে বিজেপি বেশি আসন পেলেও মুখ্যমন্ত্রী নীতীশই, জল্পনা উড়িয়ে বললেন শাহ

Date:

“বিহার বিধানসভা নির্বাচনে যদি দেখা যায় বিজেপি বেশি আসন পেয়েছে জেডিইউয়ের থেকে, তাহলেও রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন নীতীশকুমার। এবিষয়ে কোনও সংশয় নেই। নীতীশকুমার বিজেপি ও জেডিইউ জোটের মুখ্যমন্ত্রী। জোটের কোন দল কটা আসন পেল, কে বেশি কে কম, তা বিবেচ্য নয়। সেটা দেখে মুখ্যমন্ত্রী বদলাবে না।” বিহার ভোটের আগে সব জল্পনা উড়িয়ে একথা স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সব জল্পনায় জল ঢেলে তিনি বলেন, নীতীশকুমারই যে মুখ্যমন্ত্রী হবেন, তা নিয়ে কোনও সংশয় নেই। জেডিইউ কম আসন পেলেও নীতীশই মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, বিহারে এনডিএ জোট ছাড়ার পরেই বিজেপি ও জেডিইউর মধ্যে বিভাজন তৈরি করতে সক্রিয় হয়েছেন এলজেপি নেতা চিরাগ পাসোয়ান। তিনি লাগাতার প্রচার করছেন, বিহারে বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হলে তা বিহারবাসীর জন্য মঙ্গলের। সেক্ষেত্রে তাঁর দলও সরকারকে সমর্থন করবে। চিরাগের দাবি, মোদির উপর বিহারবাসীর আস্থা থাকলেও নীতীশের বিরুদ্ধে প্রচণ্ড ক্ষোভ রয়েছে। তাই বিধানসভা ভোটে বিজেপি ভাল ফল করলেও জেডিইউয়ের ফল খুবই খারাপ হবে। বিজেপি বেশি আসন পেলে নীতীশেরও মুখ্যমন্ত্রী হওয়া হবে না। এলজেপির এই প্রচারের পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছিল, তবে কি চিরাগকে পিছন থেকে উসকে দিচ্ছে বিজেপিই? এভাবেই কি নীতীশ বিরোধী প্লট তৈরি হচ্ছে? এধরনের প্রচারে বিভ্রান্তি বাড়ছিল জেডিইউ কর্মীদের মধ্যেও। বিজেপি ও জেডিইউ এই দুই শরিক দলের মধ্যে পারস্পরিক সন্দেহের বাতাবরণ তৈরি হচ্ছিল। এই আবহে অবশেষে সব জল্পনায় জল ঢাললেন খোদ অমিত শাহ। স্পষ্ট করে দিলেন, যে অবস্থাই হোক, যে দল যাই আসন পাক, মুখ্যমন্ত্রী নীতীশই। অমিত শাহ বলেন, এটা দুই শরিক দলের মধ্যে আস্থা ও সম্মানের বিষয়। আমরা এখানে এনডিএ হিসাবে ঐক্যবদ্ধভাবে লড়াই করছি। বিহারে এনডিএ নরেন্দ্র মোদি ও নীতীশকুমারকে সামনে রেখে লড়ছে। এখানে অন্য প্রশ্নের অবকাশ নেই। অমিত শাহের দাবি, বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ দুই তৃতীয়াংশ ভোট পেয়ে সরকার গড়বে এবং মুখ্যমন্ত্রী হবেন নীতীশকুমার।

আরও পড়ুন : ষষ্ঠীর দিন বিজেপির পুজো উদ্বোধনে মোদি, নাচের অনুষ্ঠানে ডোনা

 

Related articles

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...

WB NEET UG 2025-এ ভর্তির সংশোধিত সময়সূচি ঘোষণা, জেনে নিন কবে কাদের ভর্তি

ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি(WB NEER UG) ২০২৫-এর ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে শীঘ্রই। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য শিক্ষা (WB Health and...

ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে দেশে, এসআইআর নিয়ে তোপ অমর্ত্য সেনের

এসআইআর-র(SIR) নামে ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। এই এসআইআর কিছুটা ভালো করার অজুহাতে বড় রকমের ক্ষতি করার চক্রান্ত।...
Exit mobile version