Tuesday, December 16, 2025

আগামী ৬-১২ সপ্তাহ সবচেয়ে ভয়াবহ সময়, করোনা ইস্যুতে দাবি বিশেষজ্ঞের

Date:

করোনা আক্রান্তের নিরিখে বিশ্বের মধ্যে বর্তমানে সর্বোচ্চ স্থানে রয়েছে আমেরিকা। ক্রমাগতভাবে সেখানে বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে বিপদ এখনও শেষ হয়নি। আমেরিকার বাসিন্দাদের জন্য আরও বড় বিপদে বার্তা দিলেন ভাইরাস বিশেষজ্ঞ ডক্টর মিচেল অস্টারহলম। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানালেন অতিমারি পরিস্থিতির মধ্যে সবচেয়ে ভয়াবহ সময় হতে চলেছে আগামী ৬ থেকে ১২ সপ্তাহ। মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের ‘ইনফেকশিয়াস ডিজিজ রিসার্চ এন্ড পলিসি’ বিভাগের প্রধানের এহেন বার্তায় রীতিমতো উদ্বেগে আমেরিকা।

আরও পড়ুন: দেশবাসী সচেতন হলে ফেব্রুয়ারিতেই নিয়ন্ত্রণে করোনা, জানালো বিশেষজ্ঞ কমিটি

আমেরিকায় ‘মিট দ্য প্রেস’ নামের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে অস্টারহলম বলেন, ‘আমেরিকার সবচেয়ে বড় সমস্যা একজন শক্তিশালী নেতার যিনি এই অতিমারি পরিস্থিতি থেকে মানুষকে সজাগ হওয়ার বার্তা দেবেন।’ তার দাবি, ‘সচেতনতার অভাব প্রতিমুহূর্তে চোখে পড়ছে। বর্তমানে ছুটির দিনগুলোতে আমরা দেখতে পাচ্ছি বিপুল ভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে আমেরিকাতে। সংখ্যাটা ৬৭ হাজার থেকে ৭৫ হাজারে পৌঁছে যাচ্ছে’। তাঁর কথায়, ‘আগামী বছরের তৃতীয় কোয়ার্টারের আগে ভ্যাকসিন আসার কোনও সম্ভাবনা নেই। ফলে করোনা পরিস্থিতিতে আগামী তিন মাস সবচেয়ে ভয়াবহ সময় হতে চলেছে আমেরিকার জন্য।’ মূলত শীতকালীন সময় করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি আরও বেশি বেড়ে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি।

সম্প্রতি, জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ৮.১ মিলিয়ন মানুষ করোনা আক্রান্ত এবং আমেরিকাতে কমপক্ষে ২ লক্ষ ১৯ হাজার মৃত্যুর ঘটনা ঘটছে রবিবার পর্যন্ত। তথ্য অনুযায়ী, ৫৭ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন শুধুমাত্র শনিবার। সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ। এদিকে ‘ওয়ার্ল্ডমিটার’ নামক এক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে আমেরিকাতে করোনা আক্রান্তের সংখ্যা ৮৩ লক্ষ ৮৭ হাজার ৭৯৯। মৃত্যু হয়েছে ২ লক্ষ ২৪ হাজার ৭৩০ জনের। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫৪ লাখ ৫৭ হাজার ৬৮৪ জন।

Related articles

বিজেপির ওড়িশায় বাঙালি উদ্বাস্তু উচ্ছেদ! কলকাতায় প্রতিবাদ মিছিল

ওড়িশার মালকানগিরি জেলার এমভি-২৬ (MV-26) গ্রামে বাঙালি উদ্বাস্তুদের উপর হামলা ও উচ্ছেদের অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা! ১৯৫৮...

এই জন্যই তৃণমূল বিজেপিকে হারায়: মেসি-ঘটনার সঙ্গে কুম্ভের তুলনা করে বোঝালেন অভিষেক

এক মহাকুম্ভ ঘিরে দুই মৃত্যু মিছিল। বছর ঘুরতে চলল। অথচ আজও তা নিয়ে নীরব ডবল ইঞ্জিন একাধিক সরকার।...

নতুন ‘খুনির সন্ধানে’ মিতিন মাসি: প্রকাশ্যে এলো ট্রেলার আর গান

শীতের আমেজ নিয়ে হৈ হৈ করে প্রকাশ্যে মিতিন মাসির নতুন ছবির প্রথম ঝলক। আধুনিক ছাঁচে রহস্যের জাল ছড়িয়ে...

কোথায় বিজেপির প্রতিশ্রুতি? খসড়া তালিকায় নামছাঁট ৮৬ হাজার, আতঙ্ক মতুয়া অধ্যুষিত বনগাঁয়

এসআইআর প্রক্রিয়ায় কারও নাম বাদ যাবে না—বিশেষ নিবিড় সংশোধনের সময় এমনই আশ্বাস দিয়েছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। কিন্তু খসড়া...
Exit mobile version