Wednesday, August 27, 2025

আগামী ৬-১২ সপ্তাহ সবচেয়ে ভয়াবহ সময়, করোনা ইস্যুতে দাবি বিশেষজ্ঞের

Date:

করোনা আক্রান্তের নিরিখে বিশ্বের মধ্যে বর্তমানে সর্বোচ্চ স্থানে রয়েছে আমেরিকা। ক্রমাগতভাবে সেখানে বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে বিপদ এখনও শেষ হয়নি। আমেরিকার বাসিন্দাদের জন্য আরও বড় বিপদে বার্তা দিলেন ভাইরাস বিশেষজ্ঞ ডক্টর মিচেল অস্টারহলম। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানালেন অতিমারি পরিস্থিতির মধ্যে সবচেয়ে ভয়াবহ সময় হতে চলেছে আগামী ৬ থেকে ১২ সপ্তাহ। মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের ‘ইনফেকশিয়াস ডিজিজ রিসার্চ এন্ড পলিসি’ বিভাগের প্রধানের এহেন বার্তায় রীতিমতো উদ্বেগে আমেরিকা।

আরও পড়ুন: দেশবাসী সচেতন হলে ফেব্রুয়ারিতেই নিয়ন্ত্রণে করোনা, জানালো বিশেষজ্ঞ কমিটি

আমেরিকায় ‘মিট দ্য প্রেস’ নামের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে অস্টারহলম বলেন, ‘আমেরিকার সবচেয়ে বড় সমস্যা একজন শক্তিশালী নেতার যিনি এই অতিমারি পরিস্থিতি থেকে মানুষকে সজাগ হওয়ার বার্তা দেবেন।’ তার দাবি, ‘সচেতনতার অভাব প্রতিমুহূর্তে চোখে পড়ছে। বর্তমানে ছুটির দিনগুলোতে আমরা দেখতে পাচ্ছি বিপুল ভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে আমেরিকাতে। সংখ্যাটা ৬৭ হাজার থেকে ৭৫ হাজারে পৌঁছে যাচ্ছে’। তাঁর কথায়, ‘আগামী বছরের তৃতীয় কোয়ার্টারের আগে ভ্যাকসিন আসার কোনও সম্ভাবনা নেই। ফলে করোনা পরিস্থিতিতে আগামী তিন মাস সবচেয়ে ভয়াবহ সময় হতে চলেছে আমেরিকার জন্য।’ মূলত শীতকালীন সময় করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি আরও বেশি বেড়ে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি।

সম্প্রতি, জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ৮.১ মিলিয়ন মানুষ করোনা আক্রান্ত এবং আমেরিকাতে কমপক্ষে ২ লক্ষ ১৯ হাজার মৃত্যুর ঘটনা ঘটছে রবিবার পর্যন্ত। তথ্য অনুযায়ী, ৫৭ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন শুধুমাত্র শনিবার। সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ। এদিকে ‘ওয়ার্ল্ডমিটার’ নামক এক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে আমেরিকাতে করোনা আক্রান্তের সংখ্যা ৮৩ লক্ষ ৮৭ হাজার ৭৯৯। মৃত্যু হয়েছে ২ লক্ষ ২৪ হাজার ৭৩০ জনের। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫৪ লাখ ৫৭ হাজার ৬৮৪ জন।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version