ইঞ্জিনিয়ারিং-এ ভর্তির মেয়াদ বাড়লো ৩০ নভেম্বর পর্যন্ত

৩০ নভেম্বর পর্যন্ত ইঞ্জিনিয়ারিং-এ ভর্তির মেয়াদ বাড়ালো অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। বিজ্ঞপ্তি জারি করে একথা ঘোষণা করেছে এআইসিটিই। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ ডিসেম্বর থেকে ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে পঠন-পাঠন শুরু হবে। ২০২০-২১ শিক্ষাবর্ষ শুরু হবে ওই তারিখ থেকেই।

করোনা সংক্রমণের জেরে ব্যাহত হয়েছে পঠন-পাঠন। আইআইটি, এনআইটি সহ অন্যান্য ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে অনেক ক্ষেত্রেই ব্যাহত হচ্ছে ভর্তি প্রক্রিয়া। এআইসিটিই জানিয়েছে, ইঞ্জিনিয়ারিং ভর্তির মেয়াদ বাড়ানো নিয়ে ইতিমধ্যে সুপারিশ পেয়েছে তারা। সেই অনুযায়ী ৩০ নভেম্বর পর্যন্ত ভর্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পঠন পাঠনের ঘাটতি মেটাতে ইতিমধ্যেই ৬ দিন ক্লাস নিতে হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। একইসঙ্গে শীতকালীন ছুটি এবং গরমের ছুটির দিন কাটছাঁটের ঘোষণা করেছে ইউজিসি। ইউজিসির এই সিদ্ধান্তকে মান্যতা দিয়েছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। অর্থাৎ ডিসেম্বরে ক্লাস শুরু হলে, সপ্তাহে ৬ দিন ক্লাস হবে।

আরও পড়ুন:করোনা আক্রান্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সহ ১১

Previous articleরায় বিবেচনায় হাইকোর্টে রিভিউ পিটিশন ফোরাম ফর দুর্গোৎসবের
Next articleএকদিনেই পাঁচদিনের পুজো, মন খারাপ পিটারবোরোর