Friday, August 22, 2025

‘আপনারা সাবধানে থাকুন’, চিঠিতে সহকর্মীদের উদ্দেশে বার্তা পুলিশ কমিশনারের

Date:

বাড়িতে বাবা যেমন সবার মাথার ওপর ছাতার মতন, নিজের সহকর্মীদের কাছে তিনিও তাই। নিজের টিমের প্রতি তিনি অত্যন্ত যত্নশীল। আর এখানেই অন্য সকলের থেকে আলাদা কলকাতার পুলিশ কমিশনার তথা আইপিএস অনুজ শর্মা।

কিছুদিন আগে তিনি নিজে আক্রান্ত হয়েছিলেন করোনায়। হোম আইসোলেশনে থাকাকালীন সহকর্মীদের খোলা চিঠি লিখেছিলেন। তাঁদের আতঙ্কিত না হয়ে সাবধানে থাকা, সতর্কতার সঙ্গে কর্তব্য পালনের কথা বলেছিলেন। সেই তিনি আবারও চিঠি লিখলেন।

আরও পড়ুন : রায় বিবেচনায় হাইকোর্টে রিভিউ পিটিশন ফোরাম ফর দুর্গোৎসবের

চিঠির বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। দুর্গাপুজোয় শহর কলকাতার নিরাপত্তার দায়িত্ব বর্তায় কলকাতা পুলিশের ওপর। দিন রাত এক করে তাঁরা নিরলস পরিশ্রম করে চলেন। কিন্তু এবছর সংকটের মধ্যে দিয়ে উৎসবের উদযাপন। তাই কর্তব্য পালন করতে গিয়ে কোনও পুলিশ কর্মী যেন নিজেদের প্রতি অবহেলা না করেন, চিঠিতে বারবার সেই কথাই মনে করিয়ে দিয়েছেন নগরপাল।

তিনি জানিয়েছেন, গত ৭ মাস ধরে লালবাজারের তরফে কলকাতা পুলিশের সমস্ত শাখায় সুরক্ষা সরঞ্জাম পাঠানো হচ্ছে। সকলের জন্য পর্যাপ্ত N-95 মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস, ফেস শিল্ড, আর্মলেট ও স্যানিটাইজার আছে। কেউ যেন এগুলো ছাড়া রাস্তায় না বের হন। বিভাগীয় ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে এই সুরক্ষা সরঞ্জাম পেতে কোনও পুলিশকর্মীর অসুবিধা না হয়।

চিঠিতে তিনি উল্লেখ করতে ভোলেননি তাঁর সহকর্মীদের আত্মত্যাগের কথা। জানিয়েছেন, গত ৭ মাস ধরে পুলিশ যেভাবে করোনার বিরুদ্ধে সামনের সারিতে থেকে লড়াই চালিয়ে যাচ্ছে, তার জন্য তিনি কমিশনার হিসেবে গর্ববোধ করেন। উল্লেখ্য, কাজের কারণেই বহু পুলিশ কর্মী করোনা সংক্রমিত হয়েছেন, প্রাণহানিও ঘটেছে কয়েকজনের। পুলিশ কমিশনার নিজেও আক্রান্ত হয়েছিলেন। তবে উপসর্গহীন হওয়ায় তিনি হোম আইসোলেশনে থাকাকালীন কাজ করেছিলেন।
সবশেষে সহকর্মীদের পরিবারের প্রতি শারদীয়ার শুভেচ্ছা জানিয়েছেন কলকাতার নগরপাল।

আরও পড়ুন : ফের রণক্ষেত্র উপত্যকা, জঙ্গিদের গুলিতে শহিদ এক পুলিশ অফিসার

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version