Thursday, November 6, 2025

বেতনে মন ভরে না, পদত্যাগের পরিকল্পনা ব্রিটেনের প্রধানমন্ত্রীর

Date:

দেশের প্রধানমন্ত্রী তিনি। তবে গুরুত্বপূর্ণ এই পদে থেকে যে বেতন হাতে পান তাতে কোনওভাবেই সন্তুষ্ট নয় তিনি। যার জেরে এবার পদত্যাগের পরিকল্পনা করছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। ইতিমধ্যেই নিজের ঘনিষ্ঠমহলে বিষয়টি নিয়ে আলোচনাও করেছেন তিনি। ইংল্যান্ডের একাধিক সংবাদ মাধ্যমে তরফে সম্প্রতি জানা গিয়েছে এই তথ্য। শীঘ্রই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তিনি নেবেন বলেও জানা যাচ্ছে।

ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে বর্তমানে ১ লক্ষ ৫০ হাজার ৪০২ পাউন্ড বেতন পান বরিস জনসন। সংখ্যাটা ভারতীয় মুদ্রায় হিসেব করলে প্রায় ১.৫০ কোটি টাকা। তবে প্রধানমন্ত্রী হওয়ার আগে এর তুলনায় অনেক বেশী রোজগার করতেন তিনি। সংবাদ মাধ্যম সূত্রে খবর, প্রধানমন্ত্রী হওয়ার আগে শুধুমাত্র খবরের কাগজে প্রতিবেদন লিখে মাসিক ২৩ হাজার পাউন্ড রোজগার হত বরিস জনসনের। ভারতীয় মুদ্রায় যা ২২ লক্ষ টাকা। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে বক্তৃতা দিয়ে মাসিক রোজগারের অংকটা বেড়ে যেত অনেকটাই। তবে প্রধানমন্ত্রী হওয়ার পর সে সব সুযোগ এখন বন্ধ। এদিকে যে বেতন তিনি পাচ্ছেন তাতে মন ভরছে না কোনওভাবেই। যার জেরেই এবার পুরনো পেশায় ফিরে যাওয়ার চিন্তাভাবনা করছেন বরিস।

আরও পড়ুন: নভেম্বরে সংক্রমণের দ্বিতীয় ঢেউ ? নতুন আরও ২১৭৪টি করোনা-বেড রাজ্যে

তবে বরিসের পদত্যাগ প্রসঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের এক এমপি জানান, ৬ জন সন্তানের ভরণপোষণের দায়িত্ব রয়েছে বরিস জনসনের কাঁধে। তাদের পড়াশোনার পাশাপাশি নানান খরচ রয়েছে। এছাড়াও প্রাক্তন স্ত্রীর খোরপোষ দিতে হয় বলিসকে। কিন্তু দেশের প্রধানমন্ত্রী হয়ে যে বেতন তিনি পাচ্ছেন তা দিয়ে সবটা সামলে উঠতে পারছেন না প্রধানমন্ত্রী। পাশাপাশি আরও একটি সূত্রের দাবি, ব্রিটেনের প্রাক্তন যেসব প্রধানমন্ত্রীর রয়েছেন পদত্যাগের পর বক্তৃতা পিছু এক একজন ১০ লক্ষ পাউন্ড করে আয় করেন। এখানকার প্রাক্তন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ১ লক্ষ ২০ হাজার পাউন্ড আয় করেন এক একটি বক্তৃতায়। ভারতীয় মুদ্রায় যা ১ কোটি ১৩ লক্ষ টাকা। ফলস্বরূপ আয় বাড়াতে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়াই যে সবচেয়ে ভালো পন্থা একথা বেশ বুঝেছেন বরিস।

Related articles

হরিয়ানায় ভোটার জালিয়াতি: প্রকাশ্যে এসে ব্রাজিলিয়ান ‘মডেল’ বললেন, ভারতেই যাইনি কোনওদিন

হরিয়ানায় ভোটার জালিয়াতিতে যার ছবি ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ, সেই ব্রাজিলিয়ান মডেলের (Brazilian  Model) নাম 'ল্যারিসা'। এবার...

লালবাজারে কাছে গাড়ির টুলসের গোডাউনে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫ ইঞ্জিন

শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড (Fire breaks Out in Kolkata)। বৃহস্পতিবার সকালে লালবাজারের কাছে ২১ নম্বর আর এন মুখার্জি...

সকালে শীতের আমেজ, রাতে পারদ পতনের সম্ভাবনা!

শীতের (Winter) অফিশিয়াল ঘোষণা হোক বা না হোক নভেম্বরের গোড়া থেকেই সকাল রাতে প্রকৃতির হিমেল ছোঁয়ায় শিহরিত হচ্ছে...

তারাসুন্দরীর মঞ্চে ম্যাজিক দেখালেন গার্গী

কুণাল ঘোষ বাংলার নাট্যমঞ্চে ইতিহাসের পাতাকে পুনরুজ্জীবিত করেই এক নতুন ইতিহাস লেখা হল। লিখলেন অভিনেত্রী গার্গী রায়চৌধুরী (Gargi Raychowdhuri),...
Exit mobile version