Thursday, August 21, 2025

নভেম্বরে সংক্রমণের দ্বিতীয় ঢেউ ? নতুন আরও ২১৭৪টি করোনা-বেড রাজ্যে

Date:

কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, এবার দর্শকশূন্য হবে পুজোমণ্ডপ৷ কিন্তু কত মানুষ সেই নির্দেশ মানবেন তা নিয়ে সন্দিহান সরকার৷ তাই আগেভাগেই রাজ্যে বাড়তি করোনা- বেডের ব্যবস্থা করেছে প্রশাসন৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জরুরি নির্দেশে স্বাস্থ্য দফতর রাজ্যজুড়ে বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন আরও ১৬৩৯টি করোনা বেডের ব্যবস্থা করতে চলেছে। এই বেডগুলি হবে সরকারি হাসপাতালে৷ এখানে রোগীদের চিকিৎসা হবে বিনামূল্যে। এছাড়াও, রাজ্যজুড়ে বিভিন্ন সরকারি হাসপাতালে আরও ৫৩৫টি ICU বেডের অতিরিক্ত ব্যবস্থা হচ্ছে সংকটাপন্ন রোগীদের ক্রিটিক্যাল কেয়ারের জন্য। এগুলির সুবিধাও রোগীরা পাবেন নিখরচায়৷ সব মিলিয়ে সংক্রমণ বৃদ্ধি পাবে এই আশঙ্কায় রাজ্যে মোট ২১৭৪টি বেড বাড়ানো হচ্ছে।

উৎসবের মরসুমে করোনার প্রকোপ-বৃদ্ধির আশঙ্কা সর্বস্তরে। বিশেষজ্ঞরা রাজ্যকে চিকিৎসা-পরিকাঠামোর বৃত্ত বাড়ানোর পরামর্শ দিয়েছেন। সেই মতামতকে গুরুত্ব দিয়ে একাধিক সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ কোভিড বেড বৃদ্ধি, করোনা পরীক্ষা ও অ্যাম্বুল্যান্স পরিষেবার খরচে রাশ টানা, বিপুল সংখ্যায় নার্স নিয়োগ, পুজোর সময়ে চিকিৎসকদের ছুটি বাতিল, পাড়ার ডাক্তারদের চেম্বারে বিধিনিষেধ শিথিলের মতো সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। পুজোর সময়ে বিশেষ কন্ট্রোল রুমও খোলা থাকবে নবান্নে।
একইসঙ্গে বেসরকারি ক্ষেত্রেও কয়েকশো বেড বৃদ্ধির নির্দেশ গিয়েছে স্বাস্থ্য দফতরের তরফে।
প্রসঙ্গত, বর্তমানে রাজ্যে ১২,৭১৫টি কোভিড বেড চালু রয়েছে৷ এর মধ্যে ১২৪৩টি বেড ক্রিটিক্যাল কেয়ার পরিষেবা’র৷ তবে বিশেষজ্ঞদের মতে, করোনা- বেড আরও অন্তত ৫০ শতাংশ না-বাড়ানো হলে মুশকিল! কারণ, নভেম্বরে করোনা-সংক্রমণের দ্বিতীয় ঢেউ উঠবে বলে মনে করা হচ্ছে৷ তেমন হলে বেডের অভাব ভয়াবহ সংকট ডেকে আনবে৷

আরও পড়ুন- আলাস্কায় প্রবল ভূমিকম্প, জারি সুনামির সতর্কতা

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version