Saturday, August 23, 2025

করোনা এখনও সক্রিয়, উৎসবের মরসুমে বেপরোয়া হলে ফের বড় বিপদ, সতর্ক করলেন মোদি

Date:

উৎসবে মেতে ওঠার সময়, সামান্য অসতর্কতায় দেশজুড়ে সংক্রমণ যাতে বৃদ্ধি না পায় তার জন্য সাবধানে থাকার বার্তা দিলেন প্রধানমন্ত্রী৷

উৎসবের আবহে মঙ্গলবার ফের জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশ্বাস দিয়েছেন, ভ্যাকসিন আসামাত্রই প্রতিটি ভারতবাসীর কাছে যাতে তা পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যে কেন্দ্রীয় সরকার কাজ করছে৷

প্রধানমন্ত্রী বলেছেন, দেশের বিভিন্ন রাজ্যে এখন বিভিন্ন ধরনের উৎসব ৷ সেই উৎসবে সামিল হয়ে আনন্দে গা ভাসানোর সময় মাথায় রাখতে হবে, করোনাভাইরাস এখনও ভারতে সক্রিয়৷ আমাদের সামান্য অসতর্কতা, নিজের, পরিবারের, শিশু এবং প্রবীণদের ভয়ঙ্কর বিপদে ফেলতে পারে৷ তিনি বলেন, দেশের অর্থনীতি ধীরে ঘুরে দাঁড়াচ্ছে৷ দোকান,বাজার খুলছে৷ এই সময় সামান্য অসতর্কতায় ফের বড় বিপদ আসতে পারে৷ করোনায় আমেরিকা ও ব্রাজিলের মৃত্যুহার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভারতে প্রতি ১০ লক্ষ মানুষের মধ্যে ৮৩ জনের মৃত্যু হয়েছে৷ ওদিকে আমেরিকা ও ব্রাজিলে এই সংখ্যা ৬০০-র বেশি৷

প্রধানমন্ত্রীর এদিনের ভাষণের সিংহভাগ জুড়েই ছিলো সাবধাধবাণী৷ সতর্কবার্তা দিতে গিয়ে তিনি ‘রামচরিতমানস’-এর পংক্তিও বলেছেন৷ দেশবাসী যাতে করোনার বিধিনিষেধে শিথিলতা না আনেন, এমন বার্তাই ছিলো ভাষণে৷ ভারতে করোনাভাইরাসের সংক্রমণ শৃঙ্খল রুখতে জাতির উদ্দেশে ভাষণে প্রথম বার ২২ মার্চ ‘জনতা কার্ফু’র ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এর পর গত ২৪ মার্চ দেশজুড়ে লকডাউনের ঘোষণা হয়েছিল। পর্যায়ক্রমে লকডাউন বাড়িয়ে মোট ৬৮ দিন লকডাউন হয়েছে। তার পর আবার শুরু হয়েছে আনলক।
এর মাঝে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে একবার থালা বাজাতে বলেছেন, প্রদীপ জ্বালানোর কথা বলেছেন, একবার ‘দো গজ দূরি, মাস্ক জরুরি’ বলেছেন, এদিন ফের মোদি করোনা নিয়ে সাবধান করেছেন দেশবাসীকে।

আরও পড়ুন- ফেল করেও নিটের মেধাতালিকার শীর্ষে পরীক্ষার্থী

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version