Saturday, August 23, 2025

চেন্নাই সুপার কিংস – ১২৫/৫
রাজস্থান রয়্যালস – ১২৬/৩

৭ উইকেটে জয়ী রাজস্থান রয়্যালস

আইপিএল-এর ৩৭তম ম্যাচ যে কারণে স্মরণীয় হয়ে থাকবে তা হল আইপিএলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ২০০তম ম্যাচ খেলার নজির গড়লেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে তিনবারের চ্যাম্পিয়ন তিনি। এদিনের ম্যাচ দু’দলের কাছেই ছিল ডু অর ডাই। অবশ্যই ধোনি চেয়েছিলেন তাঁর মাইলস্টোন ম্যাচ জিতে স্মরণীয় রাখতে। কিন্তু এই মরসুমে ক্রমশ পয়েন্ট টেবিলের নীচের দিকে নামতে থাকা চেন্নাই সুপার কিংসের পক্ষে তা আর হয়নি। এদিনও রাজস্থানের বিরুদ্ধে গো-হারা হারে মাহির দল। মাত্র ১২৬ রানের টার্গেট দেয় স্মিতবাহিনীকে এবং ৩ উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান। একা বাটলারই করে ৭০ রান।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই নড়বড়ে দেখায় ইয়োলো ব্রিগেডকে। শুরুর তিন ওভারেই তিনটি উইকেটে হারিয়ে বসে। স্যাম কারণ ২৫ বলে ২২, মাহির ২৮ বলে ২৮ এবং জাদেজার ৩০ বলে ৩৫ রানের ইনিংসে ভর করে কোনো রকমে একশোর গণ্ডি পেরোয় সুপার কিংস। ওয়াটসন, ডু’প্লিসি এদিনও ব্যর্থ হন।

১২৬ তাড়া করতে নেমে তিন উইকেটের বিনিময়ে জয়ের রান তুলে নেয়। শুরুর দুই ওভার চেন্নাই দুই উইকেট নিয়ে রাজস্থানের ওপর খানিকটা চাপ তৈরি করলে ১২৬ রান আইপিএলের ফরম্যাটে খুবই দুর্বল স্কোর। বেন স্টোক ১১ বলে ১৯, স্মিত ৩৪ বলে ২৬ এবং জস বাটলার ৪৮ বলে ৭০ রানের ইনিংসের সৌজন্যে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় রাজস্থান রয়্যালস।

আরও পড়ুন- ভোট বালাই, গোর্খাল্যান্ডের দাবি থেকে পিছু হঠল বিজেপি

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version