ভোট বালাই, গোর্খাল্যান্ডের দাবি থেকে পিছু হঠল বিজেপি

ভোট বড় বালাই। তাই দলের পাহাড়ের সাংসদ রাজু বিস্তের তোলা গোর্খাল্যান্ডের দাবি আপাতত সরিয়ে রেখে রাজনৈতিক সমাধানের কথা বলে গেলেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা।

গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলনকারীদের পক্ষে সংসদে সওয়াল করেছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত। পাহাড়ের নেতারা তাতে খুশি হলেও সমতলের বিজেপি নেতাদের অনেকের মাথায় হাত। পাহাড়ের ৩ টি আসনের জন্যে সমতলের বাকি আসনে প্রভাব পড়বে তা বিজেপির অন্দরমহলের খবর। তাই সেই পুরানো রাজনৈতিক সমাধানের কথা বলে আপাতত পাহাড় ও সমতলের ভোট ব্যাঙ্ক ধরে রাখার চেষ্টা করলেন বিজেপির নাড্ডা। তিনি বলে দিলেন, পাহাড়ের দাবির সমাধান রাজনৈতিক ভাবে করতে হবে।

এদিন বিজেপি সভাপতি শিলিগুড়ির বিভিন্ন সম্প্রদায়ের আমন্ত্রিত প্রতিনিধিদের সামনে বারেবারেই তৃণমূলের বিরুদ্ধে শঠতার অভিযোগ তোলেন। তিনি জানান, তিনি আমন্ত্রিতদের সবার ভাষা বুঝতে না পারলেও সকলে যে তৃণমূলের উপরে বিরক্ত তা বুঝতে পারছেন। সকলকে নিয়েই তাঁরা চলবেন। তবে আলাদা গোর্খাল্যান্ড নিয়ে স্পষ্ট করে কিছু তিনি বলেননি। পক্ষে না বিপক্ষে, তা স্পষ্ট না করেই ধরি মাছ না ছুঁই পানির মতো বলে গেলেন চিরাচরিত পথের কথা, যা একসময় বামেরাও বলত। ফলে নির্দিষ্ট করে কোনও প্রতিশ্রুতি না পাওয়ায় পাহাড়ের আন্দোলকারীদের মধ্যেও ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে। ইভিএমে যার প্রতিফলন পড়তে বাধ্য।

আরও পড়ুন- সোশ্যাল মিডিয়ায় মিমির ছবিতে ‘জল সমস্যা’ নিয়ে ট্রোল