পাড়ায় পাড়ায়: রামমোহন সম্মিলনীতে এবার সাবেক বাংলা

উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিট মোড়ের পাশে রামমোহন হল লাগোয়া রামমোহন সম্মিলনীর পুজো। এশিয়ান পেন্টসের প্রথম বছরেই বছরের বিস্ময় জিতে নেওয়া এই পুজো গোটা এলাকার নজরকাড়া। এবার করোনা পরিস্থিতিতে তারা আগেই ঠিক করেছিল পুজো ছোট করবে। ফলে মন্ডপ অর্ধেক। প্রতিমাও ছোট। তাতেও পুরনো বাংলার মনকাড়া শোভা। উদ্বোধনী অনুষ্ঠানও বাতিল। সদস্যরাই প্রদীপ জ্বালিয়ে শুরু করেছেন পুজো। পল্লীতে সাবধানতার সবরকম ব্যবস্থা রাখা হয়েছে।

আরও পড়ুন-করোনা ও অর্থনীতি নিয়ে অশোক ভট্টাচার্যের বই প্রকাশ করলেন সৌরভ