ভাষণে ছিলো না দুর্গাপুজো,ভুল শুধরে বাংলায় টুইট মোদির, আর্জি ‘সঙ্গে থাকবেন’

মঙ্গলবারের ‘ভুল’ সংশোধন করতে বুধবার বাংলা ভাষায় টুইট করতে হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ ওইদিনের ভাষণে নবরাত্রি, দশেরা, ঈদ, দীপাবলি, নানকজয়ন্তী, ছটপুজোর শুভেচ্ছা জানালেও প্রধানমন্ত্রীর ভাষণে দুর্গাপুজোর উল্লেখ ছিলো না৷ এর পরেই বাংলার রাজনৈতিক মহলে চাঞ্চল্য দেখা দেয়৷ অভিযোগ ওঠে, দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন উৎসবের জন্য প্রধানমন্ত্রী লম্বা শুভেচ্ছা জানালেও বাংলা তথা ভারতের অন্যতম বৃহৎ উৎসব দুর্গাপুজোর শুভেচ্ছা জানাতে তিনি ভুলে গিয়েছেন৷ বিতর্কের আঁচ পৌঁছে যায় দিল্লি৷ নড়েচড়ে বসেন প্রধানমন্ত্রী৷ বাংলার ভোটের মুখে তাঁর যে মস্ত ভুল হয়ে গিয়েছে, বুঝতে পারেন৷ তারপর বুধবার সেই ভুল সংশোধন করতে টুইট করলেন তিনি, পুরোটাই বাংলা ভাষায়৷

কী লিখলেন প্রধানমন্ত্রী?

মোদি টুইটে বলেছেন, ‘‘দুর্গাপূজা, অশুভের পরাজয় ও শুভ’র বিজয়ের এক পবিত্র উৎসব। মা দুর্গার কাছে শক্তি, আনন্দ ও সুস্বাস্থ্যের আশীর্বাদ প্রার্থনা করি। আগামীকাল বাঙালির প্রিয় দুর্গোৎসবের মহাষষ্ঠী। এই বিশেষ দিনটিতে, আগামীকাল বেলা ১২টায়, পশ্চিমবঙ্গে আমার সমস্ত ভাই-বোনেদের শারদীয়ার শুভেচ্ছা জানাবো ও পুজোর আনন্দ একসাথে ভাগ করে নেব | সঙ্গে থাকবেন’।”

পঞ্চমীর রাতে বাংলায় টুইট করে মোদির আর্জি ‘‘সঙ্গে থাকবেন’’ নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে৷ ‘‘শারদীয়ার শুভেচ্ছা জানাবো ও পুজোর আনন্দ একসাথে ভাগ করে নেব’’-র মধ্যেও রাজনৈতিক বার্তা রয়েছে বলে অনেকের ধারনা৷ দুর্গাষষ্ঠীতেই বাংলায় বিধানসভা ভোটের দামামা বাজাতে চাইছেন মোদি, এমনই মনে করছে রাজনীতির মহল৷

আরও পড়ুন- ভাড়াটেদের জন্য উদ্যোগ নিচ্ছেন: মানিকতলা হাউজিংয়ের পুজো উদ্বোধনে প্রতিশ্রুতি সাধন পান্ডের

Previous articleভাড়াটেদের জন্য উদ্যোগ নিচ্ছেন: মানিকতলা হাউজিংয়ের পুজো উদ্বোধনে প্রতিশ্রুতি সাধন পান্ডের
Next articleচিকিৎসায় বিশেষ উন্নতি হয়নি সৌমিত্রের, বাড়ছে অস্থিরতাও