Sunday, August 24, 2025

নারী শক্তির প্রতীক দুর্গার বোধনের প্রাক্কালেই রাস্তায় সদ্যোজাত শিশুকন্যা, আগলে রাখলো কুকুরের দল

Date:

রাত পোহালেই নারী শক্তির প্রতীক দেবী দুর্গার বোধন। আর তার আগেই কন্যা সন্তানের প্রতি অবহেলা ও অমানবিকতার এক ছবি ফুটে উঠল কলকাতা শহরের উপকণ্ঠে। যখন করোনা আবহের মধ্যেও বাঙালি মেতে উঠেছে শারদ উৎসবের আনন্দে, দুর্গাপুজোর প্রস্তুতি যখন শেষ মুহূর্তে, ঠিক তখনই আগামীর দুর্গা রাস্তায় পড়ে কাঁদছে। আর সদ্যোজাত শিশুকন্যাকে আগলে আছে পথের কিছু সারমেয়।

হ্যাঁ, এমনই এক করুণ ঘটনার সাক্ষী রইল এ রাজ্য। এক নেটিজেন দুধের শিশুটির ছবি-সহ গোটা ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তিনি লিখছেন, “সন্ধে ৭:৩০ নাগাদ মাসির ফোন আসে, একটা রত্ন পেয়েছি, পরে তোকে সব জানাচ্ছি, এখন ব্যবস্থা করি।”

এরপর তিনি লিখছেন “রাত সাড়ে ১০টা নাগাদ মাসিকে ফোন করি, ঘটনা জানতে। মাসি এবং দিদির এক বান্ধবী বাজারে যাচ্ছিলেন, হঠাৎ গলির মোড়ে একটা কান্নার আওয়াজ পান। এগিয়ে যেতেই চোখে পরে এই ফুলের মত বাচ্চাটিকে। কয়েকটা কুকুর মিলে আগলে রেখেছিল।”

জানা গিয়েছে, শিশুটিকে উদ্ধার করে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন সেখানেই চিকিৎসাধীন ওই সদ্যজাত শিশুকন্যা। চিকিৎসকরা তথ্য অনুসারে,মাত্র ১ দিন বয়স ওই শিশুর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা তথ্য অনুযায়ী আজ বাচ্চাটিকে বারাসাতের একটি হোমে পাঠানো হবে।

আরও পড়ুন-পুজোর পর সংক্রামিতের সংখ্যা বাড়বে ধরে নিয়েই বেড বাড়ালো রাজ্য

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version