Monday, August 25, 2025

কোভিড বিধি মেনেই পুজোর আয়োজন সাউথ মাদ্রাস কালচারাল অ্যাসোসিয়েশনের

Date:

জাঁকজমকপূর্ণ নয়, সরকারি নির্দেশিকা মেনে চলতি বছর দুর্গাপুজোর আয়োজন করেছে সাউথ মাদ্রাস কালচারাল অ্যাসোসিয়েশন। ৪২ তম দুর্গাপুজো নিয়ে অনেক পরিকল্পনা থাকলেও কোভিড সেসব ম্লান করে দিয়েছে। তাই এবছর কলকাতা থেকে সুদূর চেন্নাইয়ে পাড়ি দিয়েছে ছোট দুর্গা মূর্তি। এবার সেই মূর্তিতেই দেবীর আরাধনা করবেন অ্যাসোসিয়েশনের সদস্যরা।

সাউথ মাদ্রাস কালচার অ্যাসোসিয়েশনের সভাপতি সুদীপ মিত্র জানান, “আজ, পঞ্চমীতে বোধন হবে। এবারের পুজো অনেক বিধিনিষেধ মেনে করা হচ্ছে। ভেবেছিলাম চেন্নাই কনভেনশন সেন্টারে পুজোর আয়োজন করা হবে। সরকারের নির্দেশিকা পেয়ে সদস্যদের সঙ্গে আলোচনা করি। ঠিক হয় পুজোতে কোনওরকম আড়ম্বর থাকবে না। যেখানে পুজো হচ্ছে সেখানে পুরোহিত এবং দু-তিনজন ভলেন্টিয়ার ছাড়া আর কেউ উপস্থিত থাকতে পারবেন না।”

তবে ভার্চুয়াল মাধ্যমে এই পুজোর আস্বাদ নেওয়া যাবে বলে জানিয়েছেন সুদীপ মিত্র। পুজো, পুষ্পাঞ্জলি, আরতী ফেসবুক, ইউটিউব এবং সাউথ মাদ্রাস কালচারাল অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে দেখা যাবে। এমনকী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ভার্চুয়াল মাধ্যমে। প্রতিবছর কুড়ি হাজার বর্গফুটের প্যান্ডেল হয়। পুজোর পাশাপাশি থাকে কর্পোরেট স্টল। একই সঙ্গে থাকে খাবারের স্টল। পুজোর প্রত্যেকদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। প্রতিবছর ১২০০ থেকে ২ হাজার মানুষের জন্য ভোগের ব্যবস্থা থাকে। কিন্তু এবছর থাকছে না ভোগ বিতরণ বা প্রসাদ বিতরণ।

দুর্গাপুজোর পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে যুক্ত থাকে সাউথ মাদ্রাস কালচারাল অ্যাসোসিয়েশন। বিভিন্ন অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রমে সাহায্য করেন তারা। এমনকী পুজোর সময় যে ভোগ হয়, তা দেওয়া হয় কোনও না কোনও আশ্রমে। অনলাইন ক্লাস করার জন্য বেশ কয়েকজন পড়ুয়াকে দেওয়া হয়েছে স্মার্ট ফোন। শুধু তাই নয়, চেন্নাই বসে আমফান বিধ্বস্ত বাংলার পাশে দাঁড়িয়েছিল তারা। পুজোর সময় যে টাকা পাওয়া যায়, তা দিয়েই সামাজিক কাজ করে সাউথ মাদ্রাস কালচারাল অ্যাসোসিয়েশন চ্যারিটেবল ট্রাস্ট। উদ্যোক্তারা আশাবাদী, পরের বছর নিশ্চয়ই চেনা ছন্দে ফিরবে দুর্গাপুজো।

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর দেওয়া শাড়ি পড়েই অঞ্জলি দেবেন ঐন্দ্রিলা

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবার সন্ধেয় গড়িয়াহাটে আড্ডার আবহে প্রকাশিত হল কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন,...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version