Monday, August 25, 2025

গুগলের বিরুদ্ধে মামলা করল আমেরিকা। আস্থা ভঙ্গের অভিযোগে ট্রাম্প প্রশাসন এই মামলা করে। মার্কিন বিচার বিভাগ গুগলের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে। অভিযোগে বলা হয়েছে, গুগল বাজার ব্যবস্থায় সুষম প্রতিযোগিতা নষ্ট করছে এবং নিজেদের একাধিপত্য ও প্রাধান্য বজায় রাখার চেষ্টা চালাচ্ছে। যা ইন্টারনেটভিত্তিক অনুসন্ধান ও অনলাইন বিজ্ঞাপন ব্যবস্থায় এক ধরনের একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা করে রাখার সামিল। এক বছরেরও বেশি সময় ধরে তদন্ত চালানোর পর গুগলের বিরুদ্ধে এই মামলা করা হলো।

আরও পড়ুন : দাউদ ঘনিষ্ঠর কয়েক কোটির সম্পত্তি বাজেয়াপ্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের

গুগলের বিরুদ্ধে করা এই মামলায় অংশ পার্টি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ১১টি অঙ্গরাজ্য। আরকানসাস, ফ্লোরিডা, জর্জিয়া, ইন্ডিয়ানা, কেনটাকি, লুইসিয়ানা, মিসিসিপি, মিজৌরি, মনটানা, সাউথ ক্যারোলাইনা ও টেক্সাস রাজ্যগুলি একত্রিত হয়ে এই মামলা করেছে গুগলের বিরুদ্ধে।

তথ্য বলছে, গত বছর গুগল শুধু বিজ্ঞাপন থেকেই আয় করেছে ১৩৪.৮ বিলিয়ন মার্কিন ডলার—যা গুগলের মোট ব্যবসার ৮৪ শতাংশ।

আরও পড়ুন : আটক চিনা সেনাকে ফিরিয়ে দিয়ে কথা রাখল ভারত

এ প্রসঙ্গে গুগলের আনুষ্ঠানিক বক্তব্যে, এই মামলা “অত্যন্ত ত্রুটিপূর্ণ”। ইন্টারনেটভিত্তিক বাজার এখনও প্রতিযোগিতামূলক আছে এবং এ ক্ষেত্রে গ্রাহকদের স্বার্থকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। গুগলের বিবৃতিতে বলা হয়েছে, “মানুষ গুগল ব্যবহার করে নিজেদের পছন্দে, বাধ্য হয়ে বা অন্য কোনও বিকল্প নেই বলে নয়।”

Related articles

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...
Exit mobile version