Wednesday, August 27, 2025

পশ্চিমবঙ্গ সহ দেশের ৬ রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গ-এই ছটি রাজ্যে, দেশের মোট অ্যাকটিভ করোনা আক্রান্তের ৬৪ শতাংশ রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক সূত্রে আরও জানা গেছে, ভারতে গত সাতদিনে প্রতি দশলক্ষে ৩১০ টি কেস এসেছে। যা অন্যান্য দেশগুলির চেয়ে কয়েক ধাপ কম। সারা বিশ্বে করোনায় সুস্থ হয়ে ওঠার সংখ্যা সবচেয়ে বেশি ভারতে।

এদিন সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী, বর্তমানে ভারতে কোভিড সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫,৯৭,৭৬৩ জন। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬,৭৯১ জন। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৬৭,৩৩,৩২৯ জন। সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ৭,৪৮,৫৩৮ জন। যা গত দিনের চেয়ে ২৩,৫১৭ কম। সক্রিয় কেস ১০.২৩%।

এখনও দৈনিক আক্রান্ত ও মৃত্যুর নিরিখে সবার আগে রয়েছে মহারাষ্ট্র। তবে সেখানে সংক্রমণের সংখ্যাটা কমেছে। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৬, ০১, ৩৬৫। সক্রিয় আক্রান্তের সংখ্যা ১,৭৩, ৭৫৯। মৃত্যু হয়েছে ৪২, ২৪০ জনের। তৃতীয় স্থানে রয়েছে কেরল। আক্রান্তের সংখ্যার নিরিখে ষষ্ঠস্থানে উঠে এসেছে দক্ষিণের বাম শাসিত এই রাজ্য। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৯২, ৭৩২। মোট আক্রান্তের সংখ্যা ৩,৪৬, ৮৮২ জন। এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ১১৮৩ জনের।

অন্যদিকে সারা দেশে আক্রান্তের নিরিখে অষ্টমস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। সক্রিয় আক্রান্তের নিরিখে ষষ্ঠস্থানে রয়েছে রাজ্য। পশ্চিমবঙ্গে ‘কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা’,বাংলার ৫ জেলার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র।

আরও পড়ুন- অসুস্থ দিলীপকে ফোন মমতার! বিজেপি রাজ্য সভাপতিকে কী বললেন মুখ্যমন্ত্রী?

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version