নজির! ঘনিষ্ঠ কর্মীদের করোনা বীমা করিয়ে দিলেন কুণাল ঘোষ

সুসময় হোক বা কঠিন সময়। তিনি সবসময়ই একঝাঁক সমর্থকের ভালোবাসা পান। এবার পুজোয় তাদের উপহার হিসেবে করোনা বীমা করিয়ে দিলেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। মহাষষ্ঠীর সন্ধেয় এর নথি তিনি তুলে দেন সংশ্লিষ্টদের হাতে। পরে এক ফেস বুক পোস্টে তিনি লেখেন-

মহাষষ্ঠীতে পুজোর উপহার
স্টার হেলথের “করোনা কবচ” বীমা।

যারা সঙ্গে থাকে, ভালোবাসে, প্রায় রোজের সঙ্গী, তাদের জন্য স্টার হেলথের ‘করোনা কবচ’ বীমা। অনেকেই রাজনৈতিক সহকর্মী, অনেকের সঙ্গে সম্পর্ক তার ঊর্ধ্বে- বন্ধু বা ভ্রাতৃপ্রতিম। এরা দিনরাত সক্রিয়। কখনও দলের কাজে, কখনও তাদের নিজের কাজে। এবার পুজোয় তাদের এবং যারা বিবাহিত, তাদের স্ত্রীদের জন্য বীমা।
প্রথম দফা শুরু করলাম। দ্রুত নথিগত প্রক্রিয়া সারতে সক্রিয় ছিলেন শ্যামল দত্ত।

সব দলের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কাছে অনুরোধ, বৃহত্তর সমাজে কাজের পাশাপাশি নিজেদের সহকর্মীদেরও সুরক্ষিত রাখুন। ঈশ্বর করুন কারুর যেন করোনা না হয়। কিন্তু হলে বীমার সুরক্ষা জরুরি।

সবাই ভালো থাকুক।

আরও পড়ুন- পর্যটন ছাড়া অন্য কাজে আসতে পারেন প্রবাসী ও বিদেশিরা, অনুমতি কেন্দ্রের