Tuesday, November 11, 2025

কোভিডের কোপ মুখোশের গ্রামে, বরাত না পেয়ে মনখারাপ চড়িদার

Date:

বরাত নেই। শুধু দেওয়াল জুড়ে আছে ছৌয়ের মুখোশ। করোনার কোপ পড়েছে পুরুলিয়ার চড়িদাতে। যা মুখোশের গ্রাম বলেই পরিচিত। কবে এই মহামারি কাটবে, সেই দিন গুনছে চড়িদা।

বাঘমুণ্ডি থেকে ৩ কিলোমিটারের দূরত্ব। অযোধ্যার কোলে ওই গ্রামে শ’খানেক পরিবারের বাস। বংশ পরম্পরায় মুখোশ বানান চড়িদার শিল্পীরা। মূলত ছৌ-নাচের মুখোশ। জরি-চুমকি দিয়ে মুখোশ বানান তাঁরা। সেই মুখোশেই মুখ ঢাকে ছৌ শিল্পীদের। পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা চড়িদা। চড়িদার তৈরি মুখোশ কিনে অনেকেই ঘর সাজান। কিন্তু শিল্পীদের দু’ চোখে এখন অন্ধকার। করোনা সংক্রমণের জেরে বন্ধ ব্যবসা। লকডাউনের পর থেকেই পর্যটকদের দেখা নেই। ফলে বিক্রিও বন্ধ। প্রতিবছর পুজোর সময় কলকাতার বেশ কিছু পুজো কমিটি বরাত দেয়। মণ্ডপ সজ্জায় ফুটে ওঠে শিল্পীদের কারুকার্য। এবছর তাও হয়নি। এদিকে মাথার উপর ঋণের বোঝা। কীভাবে মহাজনের টাকা মেটাবেন তা ভেবেই কূল করতে পারছেন না শিল্পীরা।

তবে শুধু দুর্গাপুজো নয়, গাজনের সময়ও এই মুখোশের বেশ কদর। জটাজুটো ভোলানাথ, নন্দী-ভৃঙ্গি, সেজে ওঠেন অনেকে। কিন্তু কী আগামী চৈত্রতে? সেই প্রশ্নও বারবার ঘুরেফিরে আসছে। পরিমল দত্ত, রাজু সূত্রধরদের আয় বলতে প্রায় শূন্য। গত কয়েকমাসে কাজ বন্ধ হয়নি। তবে বন্ধ হয়েছে বিক্রি। মা দুর্গার মুখোশ আঁকতে আঁকতে দীর্ঘশ্বাস ফেলছেন শিল্পীরা। তাঁদের কথায়, ‘‘করোনা সংক্রমণের এবং লকডাউনের জন্য আয় কিছুই হয়নি। এদিকে মহাজন অনেক টাকা পান। কীভাবে টাকা মেটাব জানি না।’’

আরও পড়ুন:পাড়ায় পাড়ায়: বিধি মেনে নিয়ম রক্ষার পুজো বিদ্যাসাগর পার্ক মহিলাবৃন্দের

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version