Sunday, November 9, 2025

হিংসা করছে বিরোধীরা, বিহারে নির্বাচনী প্রচারে কড়া ভাষায় বিঁধলেন মোদি

Date:

Share post:

বিজেপি যে উন্নতি করেছে, তাতে হিংসে করছে বিরোধীরা। বিহার থাকবে এনডিএ-র হাতেই। বিহারে প্রাক নির্বাচনী জনসভায় গিয়ে বিরোধীদের কড়া ভাষায় বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন রাজ্য এবং জাতীয় একাধিক বিষয়ে আরজেডি ও কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন তিনি।

করোনাকালেই বিহারে বিধানসভা নির্বাচন। ২৮ অক্টোবর থেকে তিন দফায় বিহারে ভোট গ্রহণ। তার আগেই বিহারে ভোট প্রচার মঞ্চে দাঁড়িয়ে বিরোধীদের এক হাত নিলেন মোদি। তাঁর বক্তব্য, ‘‘৩৭০ ধারা বিলোপ করা কেন্দ্রীয় সরকারের বড় সাফল্য। সারা দেশ অপেক্ষা করছিল কবে ৩৭০ ধারা অবলুপ্ত হবে জম্মু-কাশ্মীর থেকে, সেই সিদ্ধান্ত নিয়েছে এনডিএ সরকার। কিন্তু কেন্দ্রের এই কাজের বিরোধিতা করেছে কংগ্রেস। এখন বিরোধীরা বলছে তারা ক্ষমতায় এলে ৩৭০ ধারা ফিরিয়ে আনা হবে। এদের সাহস দেখুন, এই কথা বলে বিহারের জনগণের থেকে ভোট চাইছে।’’ তাঁর সাফ কথা দেশের মানুষের মানুষের স্বার্থে সরকার নিজেদের সিদ্ধান্ত থেকে পিছু হটবে না।

অধিকাংশ প্রাক-নির্বাচনী সমীক্ষা এনডিএ-র জয়ের কথা বলছে নিজের বক্তব্যে সে কথা তুলে ধরেছেন মোদি। তবে শুধু ৩৭০ ধারাই নয়, কৃষি বিল নিয়েই বিরোধীদের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মোদি। এদিন বিহারে তিনি বলেন, ‘‘মধ্যসত্ত্বভোগীদের স্বার্থেই কৃষি বিলের বিরোধিতা করছে কংগ্রেস। বিরোধীদের আচরণ দালালের মতো। সংশ্লিষ্ট অংশের মানুষের হয়েই কথা বলছে তারা। প্রধানমন্ত্রীর অভিযোগ যে দালালদের হয়ে কথা বলে বিরোধীরা। রাফালেও এরা দালালদের পক্ষে ছিল। এখন চাষীদের পাশে দাঁড়াতে চাইলে সেখানেও বিরোধীরা বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে।

আরজেডির নির্বাচন প্রতীক লণ্ঠনের প্রতি এদিন বিদ্রুপ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তোপ দেগে তিনি বলেন, ‘‘প্রদীপের আলোর সময় এখন আর নেই। এখন বিদ্যুতের উৎপাদন তিনগুণ বেড়েছে। আমি আশা করি রাজ্যকে যে দল অসুস্থ করেছে, মানুষ তাদের আর সুযোগ দেবে না।’’ পাশাপাশি এদিন নির্বাচনী প্রচারে মোদি মনে করিয়ে দেন, সার্বিকভাবে উন্নতির ক্ষেত্রে আরও এগোতে হবে বিহারকে। এদিন বিহারের সাসারামে ভোজপুর বেল্টে তিনি ভোজপুরীতেও কথা বলেন।

আরও পড়ুন:মেঘালয়ে টার্গেট বাঙালিরা?

spot_img

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...