Tuesday, November 4, 2025

শিল্পকলার নাট্যমঞ্চ; পর্দা ওঠল সাত মাস পর

Date:

Share post:

অতিমারির পরিস্থিতির কারণে সাত মাস বন্ধ থাকার পর পরীক্ষামূলকভাবে খুলে দেওয়া হচ্ছে ঢাকার শিল্পকলা একাডেমি। শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল এবং স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হয় তিনটি নাট্যদলের নাটক। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

করোনাভাইরাস মহামারীতে থিয়েটার অঙ্গনে যে আর্থিক ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে শিল্পকলা একাডেমি বিনামূল্যে থিয়েটারকর্মীদের জন্য ভেন্যু বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে প্রতি শুক্র ও শনিবার থিয়েটার হল খোলা থাকবে। ঝুনা চৌধুরী বলেন, “আপাতত সপ্তাহের দুই ছুটির দিনে শিল্পকলা একাডেমি খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু এটা পরীক্ষামূলক। রাজধানীর মানুষ এত দিন ঘরবন্দি হয়ে ছিলেন। কিন্তু করোনাভাইরাস মহামারীর মধ্যে সবকিছু নিয়ে তো আমাদের চলতে হবে। থিয়েটার দীর্ঘদিন বন্ধ। এবার খুলে দেওয়ার পর আমরা দেখতে চাই, দর্শকের প্রতিক্রিয়া কেমন আসে।” শিল্পকলা পূর্ণাঙ্গভাবে খুলে দেওয়ার আগে আসন্ন শীত মৌসুমে করোনাভাইরাসের প্রকোপ বাড়ার ঝুঁকিও বিবেচনা করা হবে বলে জানান ঝুনা চৌধুরী।

তিনি বলেন, এখন শিল্পকলায় যে দলগুলো নাটকের জন্য হল বরাদ্দ পাবে, তাদের কোনো ভাড়া দিতে হবে না। করোনাভাইরাস মহামারীর মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে এ ভর্তুকি দেওয়া হচ্ছে। স্বাস্থ্য নির্দেশিকা মেনে হলে এক তৃতীয়াংশ আসনে দর্শক বসার ব্যবস্থা হবে। শিল্পকলা একাডেমির রিহার্সেল রুমও ১৫ অক্টোবর থেকে চালু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হলে মঞ্চায়ন হয় পালাকারের ‘উজানে মৃত্যু’, এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চায়ন হয় জাগরণী থিয়েটারের নাটক ‘রাজার চিঠি’। আর স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হয় খেয়ালী নাট্যগোষ্ঠীর স্মরণ ও প্রেমাঞ্জলি অনুষ্ঠান। শনিবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় থিয়েটার ফ্যাক্টরি মঞ্চায়ন করবে ‘আষাঢ়স্য প্রথম দিবসে’।

সরকার বিধিনিষেধ শিথিল করার পর সেপ্টেম্বরে বিনোদনকেন্দ্রগুলো খুলতে শুরু করে। চলচ্চিত্র প্রদর্শক সমিতির আগ্রহে গত সপ্তাহ থেকে সিনেমা হলও খুলতে শুরু করেছে। এবার শিল্পকলা একাডেমি পরীক্ষামূলকভাবে খোলা হচ্ছে।

আরও পড়ুন- পুজোর ভাসানে জলদূষণ রুখতে কড়া পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ

spot_img

Related articles

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...