Sunday, November 9, 2025

“রাজ্যের লিভিং স্টেটসম্যান”, সাক্ষাতের পর বুদ্ধদেবকে নিয়ে মন্তব্য রাজ্যপালের

Date:

অষ্টমীর বিকেলে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের পাম এভিনিউয়ের বাড়িতে সস্ত্রীক গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তার আগে বেলুড় মঠে গিয়েছিলেন ধনকড়। সেখান থেকেই সরাসরি বুদ্ধদেব ভট্টাচার্ষের বাড়িতে যান তিনি।

প্রায় আধ ঘন্টা বুদ্ধবাবুর বাড়িতে থাকার পর বাইরে বেরিয়ে
রাজ্যপাল সাংবাদিকদের জানান, এটা একান্তই ব্যক্তিগত সৌজন্য সাক্ষাৎকার ছিল। দীর্ঘদিন ধরে প্রাক্তন মুখ্যমন্ত্রী অসুস্থ। তাই একবার দেখে গেলেন। এছাড়াও তিনি জানান, বুদ্ধবাবুর স্ত্রী মীরা ভট্টাচার্যের সঙ্গে তাঁর মাঝেমধ্যে কথা হয়। তখন তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নেন। এবার সরাসরি দেখে গেলেন।

তবে রাজ্যপাল এদিন আরও জানান, রাজ্যের সাম্প্রতিক আইন ও অন্য রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তাঁর সঙ্গে বুদ্ধবাবুর কিছু কথা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, বুদ্ধবাবুর দারুণ প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে। তাই তাঁর সঙ্গে রাজ্যের পরিস্থিতি নিয়ে কথা বলা সঙ্গত বলেই মনে করেছেন তিনি।

আরও পড়ুন : মহাষ্টমীতে নিরন্ন শিশুদের অন্ন দিয়ে আনন্দে মাতলো এক ঝাঁক তরুণ-তরুণী!

প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে ধনকড় জানান,
শ্বাসকষ্ট থাকলেও বুদ্ধদেব ভট্টাচার্যের চোখের সমস্যা আগের থেকে কিছুটা ভাল আছে। সবশেষে রাজ্যপাল বলেন, বুদ্ধবাবু এই রাজ্যের লিভিং স্টেটসম্যান। বুদ্ধবাবুর দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

অবশ্য এই প্রথম নয়। এর আগেও বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাজ্যপাল। গতবছর রাজ্যপাল হয়ে বাংলায় আসার পর পরই বুদ্ধদেববাবুর সঙ্গে দেখা করেছিলেন তিনি।

ফাইল ছবি

অন্যদিকে, বেলুড় মঠে গিয়ে রাজ্যের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পুজোয় যেসব নিষেধাজ্ঞা কলকাতা হাইকোর্ট জারি করেছে, সেই রায়কে স্বাগত জানান ধনকড়।

আরও পড়ুন : কং-বাম জোটে ফের অনিশ্চয়তা, অধীর চৌধুরির প্রশ্নে খুশি নন বিমান বসু

বেলুড় মঠ থেকে দেবী দুর্গার দর্শন সেরে বাইরে বেরিয়ে রাজ্যপাল বলেন, মা দুর্গার কাছে দ্রুত এই কঠিন সময় কাটিয়ে দেওয়ার প্রার্থনা করেছেন। দেবী অশুভ শক্তির বিনাশকারী। তাঁর কৃপায় খুব শীঘ্রই এই বিপদ থেকে মানুষ মুক্তি পাবে বলেই বিশ্বাস করেন রাজ্যপাল।

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...
Exit mobile version