Monday, November 3, 2025

মহাষ্টমীতে নিরন্ন শিশুদের অন্ন দিয়ে আনন্দে মাতলো এক ঝাঁক তরুণ-তরুণী!

Date:

লকডাউনের আবহ কাটিয়ে যখন আনলকফেজের মধ্য দিয়ে যাচ্ছি আমরা, তখন উৎসবের আনন্দে , পুজোর আনন্দে সবাই মাতোয়ারা। তখন এক ঝাঁক তরুণ তরুণীর এক ব্যতিক্রমী প্রয়াস নজর কাড়ল সবার। হ্যাঁ, বলা ভালো যারা সবেমাত্র কৈশোর পেরিয়ে নতুন পথে হাঁটতে শিখেছে, তাদের এই প্রচেষ্টা সত্যিই মনে রাখার মতো। নিশ্চয়ই ভাবছেন কাদের কথা বলছি?

আরও পড়ুন- করোনা ভ্যাকসিন পেতে প্রত্যেক ভারতবাসীর খরচ পড়বে ১৪৭ টাকা
আসলে কিশলয়, গার্গী, শুভার্থী, অভ্রনীল, ইন্দ্র, নমিতা একজোট হয়ে দিন কুড়ি আগে ঠিক করে উৎসবের আনন্দে নিরন্ন শিশুদের মুখে হাসি ফুটিয়ে তুলবে। তখন সবার আগে ওদের নাড়া দিয়েছিল একটাই কথা, ওদের মুখে অন্ন তুলে দিতে হবে। আর সেই লক্ষ্যেই কাঁধে কাঁধ মিলিয়ে সবাই মিলে কাজে নেমে পড়ে। বাবা-মার কাছে আবদার করে টাকার জন্য । অভিভাবকেরাও নিরাশ করেননি । যার নিট ফল, আজ মহাষ্টমীতে এক অসাধারণ মুহূর্তের সাক্ষী থাকলো সবাই। আগরপাড়া স্টেশন সংলগ্ন ৮০ জন শিশুর মুখে হাসি ফোটাতে দুপুরে তাদের হাতে ফ্রায়েড রাইস ও আলুর দম তুলে দিল তারা। প্রমাণ করে দিল  ইচ্ছা থাকলে , চেষ্টা থাকলে উপায় হয়।

সে এক আনন্দঘন মুহূর্ত । এমন খাবার তাদের জন্য অপেক্ষা করে আছে বোধহয় ভাবেনি এই শিশুরা । অথচ প্রচারের আলোয় নিভৃতে- নীরবে এক ঝাঁক তরুণ তরুণী ওই শিশুদের পাশে দাঁড়ানোর শপথ নিয়ে পথ দেখাল। ওরাও তো পারতো শুধুই উৎসবের আনন্দে নিজেদের মতো উৎসবের আনন্দে গা ভাসাতে। তবু নিজেদের জমানো সামান্য অর্থও সবাই দিয়েছে ।
যখন অভ্রনীল আর কিশলয় একযোগে বলে, আমরা মানুষের পাশে থাকতে চাই। তখন ফের মনে পড়ে শিক্ষার আলোয় সমাজকে চেনা যায়।
শুভার্থী , নমিতা, গার্গী খুশি আজকের এই উৎসবের দিনে এই মহামারির মধ্যেও নিরন্ন শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে।

 

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version