Tuesday, August 26, 2025

আত্মনির্ভর ভারতের পথে হেঁটে এবার সেনা ক্যান্টিনে নিষিদ্ধ বিদেশি পণ্য। সূত্রের খবর, সেনাবাহিনীর ক্যান্টিনে মদ-সহ বিভিন্ন বিদেশি পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে।

দেশের সেনা ক্যানটিনগুলিতে কম দামে মদ থেকে শুরু করে বৈদ্যুতিন সামগ্রিক সহ নানা প্রয়োজনীয় জিনিস বিক্রি হয়। সেনা বাহিনীতে কর্মরত কর্মী, আধিকারিক থেকে শুরু করে অবসরপ্রাপ্ত এবং তাঁদের পরিবারের মানুষ এখান থেকে জিনিস কিনতে পারেন। ১৯ অক্টোবর কেন্দ্র সরকারের তরফে একটি নোটিশ দিয়ে দেশের চার হাজার সেনা ক্যান্টিনে বিদেশি পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রত্যেক শাখাকে নির্দেশ পাঠানো হয়েছে অবিলম্বে বিদেশি দ্রব্যের সরবরাহ বন্ধ করার জন্যে।

আরও পড়ুন : করোনা ভ্যাকসিন পেতে প্রত্যেক ভারতবাসীর খরচ পড়বে ১৪৭ টাকা

সংবাদ সংস্থা সূত্রে খবর, সেনা ক্যানটিনগুলিতে বিদেশি পণ্য বিক্রি করা যাবে না বলে মে এবং জুলাই মাসেই সেনা বাহিনী, নৌ সেনা এবং বায়ু সেনার সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। কিন্তু কেন্দ্রের এই সিদ্ধান্তে চিন্তায় সুরাপ্রেমীরা। কারণ, এই ক্যানটিনগুলিতে স্কচ-সহ একাধিক বিদেশী মদ মিলত খুবই অল্প দামে। কিন্তু বিদেশি পণ্য আমদানি বন্ধ হলে স্কচ মিলবে না।

আত্মনির্ভরতার বার্তা দিয়েছিলেন প্রধাননমন্ত্রী। ভোকাল ফর লোকাল অর্থাৎ স্বদেশি সামগ্রী ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছিলেন তিনি। সেই পরামর্শ মেনে আগেই কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী ক্যান্টিনে শুধুমাত্র স্বদেশি সামগ্রী বিক্রির নির্দেশ দিয়ছিল স্বরাষ্ট্র মন্ত্রক। এবার সেই পথেই হাঁটল সেনা ক্যান্টিনও।

Related articles

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...

বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা দেওয়ার নির্দেশ জেলাশাসকদের

বন্যায়(Flood) যে সমস্ত বাড়ি ভেসে যাচ্ছে তার তালিকা তৈরি করে মুখ্যসচিবের(Chief Secratory) কাছে দেওয়ার জন্য জেলাশাসকদের নির্দেশ দিলেন...

১৯ হাজার কোটি ব্যয়ে ৯১ কোটি শ্রম দিবস

কেন্দ্র বঞ্চনা করে। বাংলা করে উন্নয়ন। একশো দিনের কাজে বাংলার বকেয়া দেয়নি কেন্দ্র। তারপরই কেন্দ্রের তোয়াক্কা না করে...
Exit mobile version