Friday, November 14, 2025

ভারত ভূখণ্ড বাদ দিয়ে পুরনো ম্যাপ ব্যবহার, দশেরার শুভেচ্ছায় চমক ওলির!

Date:

অবিশ্বাসের বাতাবরণ সরিয়ে আবার কি ভারতের সঙ্গে পুরনো সুসম্পর্ক ঝালিয়ে নিতে চান কেপি শর্মা ওলি? নেপালের প্রধানমন্ত্রী ওলির সর্বশেষ পদক্ষেপে সেই ইঙ্গিত স্পষ্ট। ভারতবাসীকে বিজয়া দশমী তথা দশেরার শুভেচ্ছা জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।

আশ্চর্যের বিষয়, সেখানে তাঁর ব্যবহার করা মানচিত্রে দেখা যায়নি কালাপানি, লিপুলেখ কিংবা লিম্পিয়াধুরাকে। অর্থাৎ ভারত ভূখণ্ড যুক্ত করে তৈরি হওয়া বিতর্কিত মানচিত্র বাদ দিয়ে ফের নেপালের পুরনো মানচিত্রই ব্যবহার করেছেন ওলি। অথচ কিছুদিন আগেই নেপালের নয়া মানচিত্র প্রকাশ করা হয়, যেখানে কালাপানি, লিপুলেখ কিংবা লিম্পিয়াধুরার মতো ভারতীয় ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করেছিলেন তিনি। ভারতের পিথোরাগড় জেলার ওই তিনটি স্থানকে নেপাল তাদের নতুন মানচিত্রে স্থান দিয়েছিল। এই নিয়ে দুদেশের সম্পর্কে ব্যাপক অবনতি হয়। কিন্তু দশেরার শুভেচ্ছায় সেই বিতর্কিত মানচিত্রকে আর ব্যবহার করেননি নেপালের প্রধানমন্ত্রী, যা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন : ভুল নাকি ইচ্ছাকৃত সীমান্ত পার! লাদাখে আটক চিনা সেনাকে নিয়ে বাড়ছে জল্পনা

মনে করা হচ্ছে, সম্প্রতি ভারতের গুপ্তচর সংস্থা র-এর প্রধান সমন্ত কুমার গোয়েলের সঙ্গে ওলির গোপন বৈঠকের পরেই এই অবস্থান বদল নেপালের প্রধানমন্ত্রীর। দিন কয়েক আগে নয় সদস্যের টিম নিয়ে বিশেষ বিমানে ২৪ ঘণ্টার সফরে কাঠমান্ডু যান র-এর প্রধান। দীর্ঘ বৈঠক করেন নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে। আর কিছুদিনের মধ্যে নেপাল সফরে যাচ্ছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মুকুন্দ নারভানে।

প্রসঙ্গত, গত ২০ মে নেপালের পক্ষ থেকে যে নতুন মানচিত্রটি প্রকাশ করা হয়েছিল তা ১৩ জুন নেপালের পার্লামেন্টে পাশ করিয়ে নেওয়া হয়। ফলে নেপালের পক্ষ থেকে সরকারিভাবে ভারতের ওই তিনটি স্থানকে নেপালের ভূখণ্ড বলে চিহ্নিত করা হয়েছিল। এই ঘটনায় ব্যাপক বিতর্ক শুরু হয়। চিনের চাপে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করছেন ওলি, এমন অভিযোগ ওঠে। এরপর গত বৃহস্পতিবার ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা র-এর প্রধান সমন্ত কুমার গোয়েলের সঙ্গে আলোচনা হয় ওলির। তার পরেই ওলির এই নতুন পদক্ষেপ যথেষ্ট ইঙ্গিতবাহী।

Related articles

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...

কংগ্রেসের হাত ধরলেই ভরাডুবি! বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল: লিটমাস টেস্ট বিহারে

কংগ্রেসের (Congress) হাত ধরলেই কি ভরাডুবি? ফের আরেকবার প্রশ্ন উঠল বিহার নির্বাচনের ফল প্রকাশের পরে। আর তার সঙ্গে...

পরকীয়া বাধা পেয়ে স্বামীকে খুন! অভিযোগে ইসলামপুরে আটক স্ত্রী

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে (Husband) খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। শুক্রবার ঘটনায় ইসলামপুরে (Islampur) ব্যাপক...

এবার শিলিগুড়ি, ভোটার তালিকা থেকে মেয়ের নাম বাদ পড়ায় আত্মঘাতী বৃদ্ধ!

এসআইআর আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। ন্যায্য ভোটারদের নাম বারবার বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। বহু মানুষ নিজেদের নামে...
Exit mobile version