Friday, August 22, 2025

টিআরপি কেলেঙ্কারিতে সিবিআইয়ে সায় নেই নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশনের। এই ঘটনায় সরকারের কাছে সিবিআই তদন্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা। টিআরপি কেলেঙ্কারিতে উত্তরপ্রদেশে এফআইআর দায়ের হয়। এই ঘটনার তদন্তভার সিবিআই নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে তারা।

শনিবার এক বিবৃতিতে উল্লেখ করেছে, টিআরপি নিয়ে উত্তরপ্রদেশ পুলিশ এফআইআর দায়ের করেছে। এই নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করছি। রাতারাতি একটি ঘটনার তদন্ত সিবিআই এর হাতে হস্তান্তর হাওয়া যথেষ্ট সন্দেহ তৈরি করছে। একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির দায়ের করা অভিযোগের জেরে মিডিয়া, বিজ্ঞাপনদাতা এবং বিজ্ঞাপনী সংস্থা গুলির জন্য মোটেই ভালো নয়। আমরা সরকারের কাছে অনুরোধ করছি, সিবিআই তদন্ত প্রত্যাহার করা হোক।

এনবিএ আরও উল্লেখ করেছে, ব্রডকাস্ট অডিয়েন্সে রিসার্চ কাউন্সিল তথা বার্কের টিআরপি সংক্রান্ত বিষয় দেখার জন্য একটি নির্দিষ্ট ব্যবস্থা আছে। অবসরপ্রাপ্ত বিচারপতি মুকুল মুদগালের নেতৃত্বে অভ্যন্তরীণ একটি কমিটি টিআরপি সংক্রান্ত বিষয় দেখে। পিআরবি সংক্রান্ত যাবতীয় বিষয় ওই কমিটির হাতে হস্তান্তর করা উচিত।

প্রসঙ্গত, মুম্বই পুলিশের অভিযোগ করে রিপাবলিক টিভি সহ প্রথম সারির তিনটি টিভি চ্যানেল টিআরপিতে জালিয়াতি করেছে। বেশি টাকার বিজ্ঞাপন পাওয়ার জন্য এই জালিয়াতি বলে অভিযোগ মুম্বই পুলিশের। এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করে মুম্বই পুলিশ। এই ঘটনায় আদালতে ভর্ৎসনার মুখে পড়ে রিপাবলিক টিভি। মামলা এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রিপাবলিক টিভি। শীর্ষ আদালত সাফ জানিয়ে দেয়, আগেই রিপাবলিক টিভি হাইকোর্টে আবেদন করেছে। তার ফয়সালা হওয়ার অপেক্ষা করেনি। তার আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। যার অর্থ শীর্ষ আদালত উচ্চ আদালতের ওপর ভরসা রাখে না এই বার্তা দেওয়া।

আরও পড়ুন:মেঘালয়ে বাঙালিদের সুরক্ষা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রীকে চিঠি জাতীয় বাংলা সম্মেলনের

Related articles

স্মৃতি-তাড়িত হতে দিন: মোদির মেট্রো উদ্বোধনের দিন সব মনে করালেন মুখ্যমন্ত্রী

রেলমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে উজাড় করে দিয়েছিলেন। নতুন রুট, লাইন, ট্রেন, স্টেশন, প্রকল্প, কর্মসংস্থান— কী দেননি! ইউপিএ...

হাত-পা বাঁধা, মুখে সেলোটেপ উদ্ধার বৃদ্ধার দেহ, আতঙ্ক নিউ গড়িয়ায়

খাস কলকাতায় চমকে ওঠার মতো ঘটনা। শুক্রবার সকালে নিউ গড়িয়ার একটি অভিজাত আবাসন থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার...

ক্যাপ সমীক্ষা প্রকাশ হতেই ফাঁস হল বিজেপির ষড়যন্ত্র

বিজেপির এসআইআর ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল অবশেষে। ক্যাপ সমীক্ষা প্রকাশ হতেই ধরা পড়ে গেল বিজেপি। প্রত্যেক রাজ্যে ভোটের...

উৎকণ্ঠার অবসান, সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন: JEE-র ফল ঘোষণায় পোস্ট শিক্ষামন্ত্রীর

ওবিসি জটে আটকে গিয়েছিল ফল। প্রায় ৪ মাসের মাথায় জয়েন্ট এন্ট্রান্সের JEE রেজাল্ট প্রকাশিত হল। শীর্ষ আদালতের নির্দেশে...
Exit mobile version