ওবিসি জটে আটকে গিয়েছিল ফল। প্রায় ৪ মাসের মাথায় জয়েন্ট এন্ট্রান্সের JEE রেজাল্ট প্রকাশিত হল। শীর্ষ আদালতের নির্দেশে জট কাটার কয়েক ঘণ্টার মধ্যেই ফল ঘোষণা করে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এর পরেই স্য়োশাল মিডিয়ায় পোস্ট করে রাজ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) লেখেন, উৎকণ্ঠার অবসান হল।
নিজের এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী (Bratya Basu) লেখেন,
“দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে আজ আমরা পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক স্তরের ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি কোর্সে প্রথম বর্ষে ভর্তির মেধা তালিকা প্রকাশ করলাম।
ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উৎকণ্ঠার ভাগীদার আমরাও ছিলাম, যার অবসান হলো আজ। এই মেধাতালিকায় থাকা শিক্ষার্থীরা ১০টি সরকার পোষিত বিশ্ববিদ্যালয়ের অধীন ৯টি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, ৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়, ১টি কেন্দ্রীয় সরকার পোষিত সেলফ ফিনান্সিং ইঞ্জিনিয়ারিং কলেজ, ৫৮টি বেসরকারি ইঞ্জিনিয়ারিং/আর্কিটেকচার কলেজ, ১টি সরকার পোষিত ফার্মাসি ইন্সটিটিউট এবং ২৪টি সেলফ ফিনান্সিং ফার্মাসি ইন্সটিটিউটে ভর্তি হওয়ার সুযোগ পাবে কাউন্সেলিংয়ের মাধ্যমে। জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড অত্যন্ত দ্রুত কাউন্সেলিংয়ের দিনক্ষণ ঘোষণা করতে চলেছে। সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই।“
–
–
–
–
–
–