Saturday, August 23, 2025

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

Date:

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির সভায় যেভাবে শিখ সম্প্রদায়কে অপমান করা বঙ্গ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary), সুকান্ত মজুমদারদের (Sukanta Majumder) পাশে সারাক্ষণ তিনি ঘুরলেন, তাতে কেন্দ্রীয় মন্ত্রীর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস।

কেন্দ্রীয় প্রকল্প উদ্বোধনের মঞ্চ থেকে বিজেপির রাজনৈতিক মঞ্চে নরেন্দ্র মোদির শুক্রবারের সর্বক্ষণের সঙ্গী ছিলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রবনিত সিং বিট্টু (Ravneet Singh Bittu)। যিনি লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই রাতারাতি মন্ত্রিত্ব পেয়ে গিয়েছেন। আর সেই সঙ্গে উপস্থিত ছিলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও আরেক কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

কার্যত এই দৃশ্য বাংলার মাটিতে অত্যন্ত অপমানজনক, দাবি তৃণমূলের। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja) প্রশ্ন তোলেন, রবনিত সিং বিট্টু (Ravneet Singh) বাংলায় এসে কার সঙ্গে বসেছিলেন? একজন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি একসময় পাঞ্জাবী শিখদের দেখে বলেছিলেন তোমরা খালিস্তানি। কিন্তু রবনিত সিং আপনি আপনার ইমানটা বিক্রি করলেন। যে শুভেন্দু অধিকারী শিখদের অপমান করেছিলেন তাঁকে ক্ষমা চাওয়াতে পারলেন না।

আরও পড়ুন: কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

আরেক বঙ্গ বিজেপি নেতা সম্পর্কে রাজ্যের মন্ত্রী প্রশ্ন তোলেন, সুকান্ত মজুমদার নিজের চপ্পলটা খুলে দিয়ে একজন শিখ পুলিশ কর্তা তাঁর পাগড়ির উপর ছুঁড়েছিলেন। রবনিত সিং বিট্টু আপনি আজ তাঁদের সঙ্গে বসে আপনার সম্মান বিক্রি করলেন। কারণ আপনি উন্নতি খুঁজছিলেন। আপনার চেহারাটা দেখে নিল বাংলার শিখ সম্প্রদায়ের মানুষ।

সেই সঙ্গে মন্ত্রী জানান, শিখ সম্প্রদায়ের তরফ থেকে শুক্রবারই বিবৃতি জারি করা হয়েছে। তাঁরা সরব হয়েছেন রবনিত সিং বিট্টুর বিরুদ্ধে। কেন্দ্রীয় মন্ত্রী এসেছেন, তার পরে তাঁরা ধীক্কার জানিয়ে বিবৃতি দিয়েছেন।

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version