Tuesday, November 25, 2025

করোনা আবহে অভিনব ভাবনা! মণ্ডপের সামনেই কৃত্রিম জলাশয়ে প্রতিমা নিরঞ্জন ত্রিধারাতে

Date:

Share post:

বছরভর অপেক্ষা, উমার বিদায় বেলায় বিষাদের সুর বাংলার ঘরে-ঘরে। দীর্ঘ এক বছরের প্রতীক্ষা। চারটি দিনের আনন্দ, উৎসব হৈ-হুল্লোড়ের মধ্য দিয়ে কেটে যাওয়ার পর দশমীর বিষাদের সুর দিকে দিকে।

আম বাঙালির মনে একটাই কথা “যেতে নাহি দিব…”। কিন্তু তার মধ্যেও বিদায় জানাতেই হয় ঘরের মেয়ে উমাকে।…
তাই হাজারো বিষাদের মধ্যেও মায়ের বিদায় বেলায় এদিন সকাল থেকেই রাজ্যের বিভিন্ন গঙ্গার ঘাটে ‘মা’কে বিদায় জানালেন বাঙালি। চলতি করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে প্রায় সর্বত্রই ঘট নিরঞ্জন থেকে সিঁদুর খেলা অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, ভিড় এড়াতে ও সামাজিক দূরত্ব বজায় রেখে
একেবারে অভিনব উপায় প্রতিমা নিরঞ্জনের করল দক্ষিণ কলকাতার ত্রিধারা সম্মিলনী। গঙ্গার ঘাটে গিয়ে নিরঞ্জন না করে মণ্ডপের সামনেই একটি বিশাল কৃত্রিম জলাধার তৈরি করে নিরঞ্জনের ব্যবস্থা করে ত্রিধারা। আর এই অভিনব ভাবনার পুরোটাই এসেছে ত্রিধারা সম্মিলনীর কর্মকর্তা দেবাশিস কুমারের মস্তিষ্ক থেকে। যা সত্যি ব্যতিক্রমী।

যে জলাধারে দুর্গা প্রতিমা নিরঞ্জন হলো তা ২০ ফিট লম্বা এবং ২০ ফিট চওড়া। একেবারে বর্গাকার। তারপর “ওয়াটার জেট” দিয়ে প্রতিমার মাটি গলিয়ে কাঠামো তুলে ফেলা হলো।

পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রতিমা নিরঞ্জনে অনেক লোকের প্রয়োজন হয়। প্রতিমা লরিতে তোলা এবং নামানোর জন্য কুলিরা থাকেন। আর শত চেষ্টা করলেও সব ক্ষেত্রে পর্যাপ্ত দূরত্ব মেনে চলা যাবে না। তাই এভাবেই করা হলো প্রতিমা নিরঞ্জন। তাছাড়া এতে গঙ্গাদূষণও এড়ানো যাবে বলে মনে করে ত্রিধারা। সত্যি, বর্তমান পরিস্থিতিতে একেবারে প্রাসঙ্গিক চিন্তাভাবনা।

আরও পড়ুন : আবার এসো মা…! উমার বিদায়ে বিষাদের সুর বাঙালি হৃদয়ে, দেখুন বাবুঘাটের ছবি

spot_img

Related articles

সুপ্রিম কোর্টে জোর ধাক্কা কেন্দ্রের: বাংলাদেশে পুশব্যাক করা সোনালিকে ফেরাতে কড়া নির্দেশ

কেন ফিরিয়ে আনছেন না এদের? আপনাদের কাছে তথ্য যাচাইয়ের পথ তো খোলা আছে। তালে তাঁদের কথা বলতে দিন,...

হতশ্রী বোলিং, গুয়াহাটিতে লজ্জার হারের আতঙ্কে কাঁপছে টিম ইন্ডিয়া

ঠিক এক বছর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হতে হয়েছিল ভারতকে। এবার প্রতিপক্ষ পাল্টে দক্ষিণ আফ্রিকা(South africa)।...

মতুয়াগড়ে জননেত্রীর প্রতিবাদ মিছিলে জনস্রোত, রাস্তার দুধারে উপচে পড়া ভিড়

চাঁদপাড়া পাটপট্টি মোড় থেকে ঢাকুরিয়া হাইস্কুল মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল (March)। সামনে জননেত্রী। আর তাঁর পিছনে জনস্রোত। দুধারে...

১০-এর বদলে ৫-এর বৈঠকে সম্মতি কমিশনের! কোথায় স্বচ্ছতা, প্রশ্ন অভিষেকের

তৃণমূলের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে সম্মতি দিয়েছে দিল্লির নির্বাচন কমিশন। তবে আদতে যে দরজা খুলে দেওয়া হয়েছে তৃণমূলের প্রতিনিধিদলের...