Thursday, November 13, 2025

কঙ্গনার পিছু নিয়ে বিমানে হট্টগোল, ৯ সাংবাদিকের উড়ান নিষিদ্ধ

Date:

কঙ্গনা রানাওয়াতের পিছু পিছু বিমানে উঠে ‘ঝামেলা’ করায় ৯ ‘পাপারাৎসি’ সাংবাদিকের উড়ান নিষিদ্ধ করলো ইন্ডিগো সংস্থা ৷ গত ৯ সেপ্টেম্বর চণ্ডীগড়-মুম্বই ফ্লাইটে অভিনেত্রী কঙ্গনার সঙ্গে উঠেছিলেন ওই সাংবাদিক এবং চিত্রসাংবাদিকরা।

আরও পড়ুন : লাদাখের ভোটে কংগ্রেসকে পিছনে ফেলে বিজেপির বিরাট জয়

মহারাষ্ট্র সরকারের সঙ্গে ইগোর লড়াই শুরু হওয়ার পর কেন্দ্র ওয়াই প্লাস ক্যাটাগরির সুরক্ষা দেয় কঙ্গনাকে। ওদিকে বান্দ্রাতে তাঁর অফিস ভাঙতে যায় বৃহন্মুম্বই পুরনিগম। তখনই চণ্ডীগড় থেকে মুম্বইয়ের বিমান ধরেন কঙ্গনা। আর সেই বিমানেই কোভিড- প্রোটোকল ভেঙে শোরগোল তুলে অশালীন আচরণ করেছিলেন বেশ কয়েকজন সাংবাদিক, এমনই অভিযোগ ওঠে ।
বলা হয়, কঙ্গনার পিছু নিয়েই সাংবাদিকরা বিমান সওয়ার হন। সেই ভিডিও ভাইরাল হওয়ার পর DGCA দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দেয় বিমান সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্সকে।

আরও পড়ুন : বিদেশের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ, প্লাজমা থেরাপি হতে পারে সৌমিত্রর

এতদিনে দোষ প্রমাণিত হওয়ায় ওই ৯ সাংবাদিকের উড়ানে নিষেধাজ্ঞা জারি করল ইন্ডিগো। এই মুহূর্তে দেশের বৃহত্তম বিমান সংস্থা তাদের তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতেই বিমানের মধ্যে অশালীন আচরণ ও দুর্ব্যবহার করার জন্য ওই ৯ সাংবাদিকের ১৫ দিনের জন্য উড়ানে নিষেধাজ্ঞা জারি করেছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্টে দেখা যায়, কীভাবে কোভিড- প্রোটোকল ভাঙেন সাংবাদিকরা। ভিডিও ভাইরাল হওয়ার পর DGCA নড়েচড়ে বসে৷ বিমান সংস্থাকে ভর্ৎসনাও করে৷ সংস্থাকে DGCA বলে, বিমানে ফটোগ্রাফি নিষিদ্ধ করা বাধ্যতামূলক। যদি কোনও নিয়ম ভাঙা হয় তাহলে উড়ান দু সপ্তাহের জন্য ব্যান করা হবে। যদি বিমান সংস্থা কড়া পদক্ষেপ করে তাহলেই শাস্তি মকুব করা হবে। এরপর ইন্ডিগো DGCA-এর কাছে রিপোর্ট জমা দেয়। তাতে বলা হয়, বিমানে সংস্থার কেবিন ক্রু সমস্ত কোভিড প্রোটোকল মানতে বলেছিলেন। এমনকী বিমানে ফটোগ্রাফি নিষিদ্ধ সেকথাও জানিয়েছিলেন। কিন্তু কেউ শোনেননি৷ তদন্তের জন্য একটি কমিটিও গঠন করে ইন্ডিগো। সেই কমিটির রিপোর্টেই এই সিদ্ধান্ত নিয়েছে বিমান সংস্থা।

Related articles

লাদাখে চালু হল বিশ্বের সর্বোচ্চ বিমানঘাঁটি

১৩,৭০০ ফুট উচ্চতা নিয়ে বিশ্বের সেরা সামরিক বিমানঘাঁটি তৈরী হল এবার লাদাখে। লাদাখের চাংথাং নিওমা বিমানঘাঁটি বুধবার বায়ুসেনা...

আগামী বছর আরও বড় কিছু করব-Big Jump: “জনগণের উৎসব Kiff”-র সমাপ্তিতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর 

“আমরা আগামী বছর আরও বড় কিছু করব…Big Jump“-৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে আচমকা হাজির হয়ে...

কমিশনের হিসাবে ফর্ম পৌঁছে বিলিতে ১ নম্বর, তবু বাংলায় প্রশিক্ষণই অসম্পূর্ণ BLO-দের!

৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইউনিমারেশনের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। ১১ নভেম্বরের মধ্যে...

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের বারাবাঁকি, মৃত্যু শ্রমিকদের, আহত বহু

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঁকি জেলা। বৃহস্পতিবার বিকেলে আচমকা বিস্ফোরণ (Blast) হয় বাজি...
Exit mobile version