Thursday, August 21, 2025

প্রেসিডেন্ট নির্বাচনে মহাকাশ থেকেই আগাম ভোট মার্কিন মহাকাশচারীর

Date:

এবার ভোট পড়ল মহাকাশ থেকে। আগামী ৩ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে আগাম ভোটাধিকার প্রয়োগ করলেন এক মার্কিন মহাকাশচারী। এই মার্কিন মহাকাশচারীর নাম কেট রুবিনস। আন্তর্জাতিক স্পেস স্টেশনের বুথে গিয়ে তিনি ভোট দিয়েছেন। সেই ভোটদানের ছবি নাসার পক্ষ থেকে টুইট করা হয়েছে। গত ১৪ অক্টোবর কেট রুবিনস আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়েছেন দুজন রুশ মহাকাশচারীর সঙ্গে। তিনি সেখান থেকে ফিরবেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন শেষ হওয়ার পর। ফলে স্পেস স্টেশন থেকেই তিনি আগাম ভোট দিয়েছেন। নাসার পক্ষ থেকে যে ছবি প্রকাশ করা হয় তাতে দেখা যাচ্ছে ওই স্পেস স্টেশনের মধ্যে একটি ভোটিং বুথ তৈরি করা হয়েছে। তার বাইরে কেটকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

তবে এবারই প্রথম নয়, এর আগে ২০১৬ সালেও কেট আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ভোট দিয়েছিলেন। ১৯৯৭ সালে মহাকাশ থেকে ভোটাধিকার প্রয়োগ সংক্রান্ত আইন আমেরিকায় পাশ হয়েছিল। এক্ষেত্রে ভোট দেওয়ার জন্য ইমেলে একটি ফর্ম পাঠানো হয়। সেটিই পূরণ করে ফেরত পাঠিয়েছেন কেট।

আগামী ৩ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট পর্ব সম্পন্ন হবে। বিভিন্ন জনমত সমীক্ষাতেই দেখা যাচ্ছে, রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। প্রচারের শুরু থেকে শেষ পর্ব পর্যন্ত এই প্রবণতা অব্যাহত।

আরও পড়ুন-চাঁদের বুকে জলের হদিশ, গবেষণায় দাবি নাসার

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version