Tuesday, December 23, 2025

গুজরাত দাঙ্গার টানা ৯ ঘণ্টার জেরা, চা-ও মুখে তোলেননি মোদি!

Date:

Share post:

গুজরাত দাঙ্গার পরিপ্রেক্ষিতে সিটের জেরার মুখোমুখি হয়েছিলেন নরেন্দ্র মোদি। তখন তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী। ২০০২ সালের সেই দাঙ্গার জেরে সিটের মুখোমুখি বসে মোদিকে জবাব দিতে হয়েছিল চোখা চোখা ১০০টি প্রশ্নের। এবং টানা ৯ ঘন্টার জেরায় তিনি নাকি একটিও প্রশ্নের উত্তর এড়িয়ে যাননি। আশ্চর্যের বিষয় হলো এক কাপ চাও সেদিন নাকি খেতে রাজি হননি মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি।

সেই সময় সিট-এর প্রধান ছিলেন আর কে রাঘবন। ২০০২ সালে গুজরাত দাঙ্গার তদন্তে সুপ্রিম কোর্ট নিযুক্ত সিটের দায়িত্ব নেওয়ার আগে রাঘবন সিবিআইয়ের শীর্ষ কর্তা হিসাবে কাজ করেন। শুধু তাই নয় রাঘবন বোফর্স কেলেঙ্কারি, পশুখাদ্য মামলা এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ম্যাচ গড়াপেটা কেলেঙ্কারির মতো হাইপ্রোফাইল মামলার তদন্তের দায়িত্বে ছিলেন। ২০১৭ সালে অবসর নেওয়ার আগে সাইপ্রাসের হাইকমিশনারও ছিলেন। রাঘবন তাঁর কর্মজীবন নিয়ে একটি বই লিখেছেন। কার্যত তাঁর আত্মজীবনী। নাম ‘এ রোড ওয়েল ট্রাভেল্ড’। সেখানে তিনি ‘মুখ্যমন্ত্রী মোদি’র প্রসঙ্গ এনেছেন এবং তুলে ধরেছেন অজানা তথ্য।

সিটের জেরার দিন কী হয়েছিল? রাঘবন লিখেছেন, মোদি তাঁর কোনওরকম প্রতিক্রিয়া লুকিয়ে রাখেননি। প্রশ্নের উত্তরে যেরকম ভাব-ভঙ্গি হওয়ার কথা, তিনি সেটাই দেখিয়েছেন। রাঘবনের সহকারি অফিসার মালহোত্রা দুপুরের খাওয়ার জন্য বিরতি নেয়ার প্রস্তাব দেন। মোদি প্রথমে তা প্রত্যাখ্যান করেন। পরে বিরতি নেন, কিন্তু এক টুকরো খাবারও মুখে দেননি। তিনি শুধু জল খেয়েছিলেন এই ৯ ঘন্টার জেরায়। আর সেই জলও এনেছিলেন নিজেই। সিটের দেওয়া চাও প্রত্যাখ্যান করেন।

লেখার শেষে মন্তব্য নেই, শুধু রাঘবন ঘটনার বর্ণনা দিয়েছেন।

 

spot_img

Related articles

বিনা অনুমতিতে ব্যবহার করা যাবে না মাধবনের নাম, ছবি: দিল্লি হাইকোর্ট 

সেলিব্রিটিদের নাম, ছবি, কন্ঠস্বর মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় এবং বেশিরভাগ ক্ষেত্রেই বিনা অনুমতিতেই ব্যবহার করা...

বাংলাদেশ উপ দূতাবাসের সামনে বিক্ষোভ! বিজেপির চক্রান্ত-নাটক যুক্তি দিয়ে ওড়াল তৃণমূল

প্রতিবেশী বাংলাদেশে অশান্ত পরিস্থিতির প্রেক্ষিতে কলকাতার বাংলাদেশ উপ দূতাবাসের সামনে মঙ্গলবার দুপুরে ঘটে যাওয়া ঘটনাকে সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন আচরণ...

রাজধানীতে বড়দিনের টুপিতে ‘না’! ডবল ইঞ্জিন রাজ্যে ক্রমশ কোণঠাসা সংখ্যালঘুরা

ধর্মের নামে পেটে লাথি। আরএসএস-এর তরফ থেকে ভারতকে হিন্দুরাষ্ট্রে পরিণত করার চাপ যত বাড়ানো হচ্ছে তত বিজেপি শাসিত...

হামলার প্রতিবাদে সুরের মিছিল: গানে গানে ছায়ানটের জবাব

বাংলাদেশের গর্ব ও ঐতিহ্যের প্রতীক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট সম্প্রতি এক ভয়াবহ হামলার শিকার হয়েছে। হাদির মৃত্যুর ঘটনার সঙ্গে...