Thursday, August 28, 2025

করোনা আবহে একাদশীতেও বাবুঘাটে মধ্যরাত পর্যন্ত চলবে প্রতিমা বিসর্জন

Date:

দশমীর পর আজ একাদশীতেও ঘাটে ঘাটে চলছে ঠাকুর বিসর্জন। সেইমতো সকাল থেকেই বাবুঘাটে প্রতিমা বিসর্জন করা হচ্ছে। বাবুঘাট পর্যবেক্ষণের জন্য বাবুঘাটে হাজির রয়েছেন কলকাতা কর্পোরেশনের বিদায়ী মেয়র পরিষদ দেবাশিস কুমার। গতকাল সোমবার দশমীর দিন সারাক্ষণ ছিলেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ।

পুরসভার তথ্য অনুযায়ী, সোমবার দশমীর দিন কলকাতার বেশিরভাগ প্রতিমা নিরঞ্জন করা হয়ে গেছে। প্রায় ৫০ শতাংশ প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে মধ্যরাত পর্যন্ত। এমনটি জানিয়েছেন দেবাশিস কুমার। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, প্রতিমা নিরঞ্জনের পর কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে মাতৃমূর্তির কাঠামো তুলে ফেলা হচ্ছে। শুধু তাই নয়, গঙ্গাবক্ষে ভাসমান ফুল-বেলপাতা সরিয়ে ফেলা হচ্ছে এবং সেগুলোকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র।

করোনা আবহে বিসর্জনে প্রতি একঘন্টা অন্তর অন্তর বাবুঘাট এবং তার পার্শ্ববর্তী স্থানগুলি জীবাণুমুক্ত করার কাজ করা হচ্ছে। প্রতিমা নিরঞ্জনের সময় প্রত্যেককে ব্যবহার করতে হচ্ছে মাস্ক, সামাজিক দূরত্ব বজায় রাখতে হচ্ছে এবং প্রতিটি ঠাকুরের সঙ্গে পাঁচ থেকে ছয় জনের বেশি যেন না থাকে সেই বিষয়ে নজর দেওয়া হচ্ছে। এদিনও মধ্যরাত পর্যন্ত প্রতিমা নিরঞ্জন করা হবে বলে জানা গিয়েছে।

আরও  পড়ুন-শারদোৎসবে রাজ্যে আরও ৪ বিশেষজ্ঞ চিকিৎসকের মৃত্যু

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version