Tuesday, November 4, 2025

পাড়ার ঠাকুর বিসর্জনে দেবী প্রণাম মহারাজ সৌরভের

Date:

Share post:

এখনও করোনার গ্রাস থেকে মুক্ত হতে পারেনি। আবিষ্কার হয়নি কোনও প্রতিষেধক। তারই মাঝে সম্পন্ন হলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজোর চারটিদিনের জন্যই অপেক্ষা করে আপামর বাঙালি।

তবে মহামারী আবহে এবছরের পুজোটা একেবারেই ছিল অন্যরকম। নিউ নর্ম্যাল দুর্গাপুজো। মাস্কে ঢাকা মনমরা বাঙালির এবার দুর্গাপুজোয় বিশ্ব জননীর কাছে শুধুএকটাই প্রার্থনা, করোনা নামক অদৃশ্য অসুরের হাত থেকে মুক্তির প্রার্থন। শক্তির আরাধনায় একটাই আকুতি অসুররূপী করোনার বিনাশ হোক।

এদিকে, উৎসবের জৌলুস যতই থাকুক যতই কম থাক। যতই থাকুক অনাড়ম্বর, বাঙালি মন যেন কিছুতেই তা মানতে পারে না। প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও বাঙালি। তাই বঙ্গ জীবনের এই অঙ্গটাকে তিনিও ছেড়ে থাকতে পারেননি। বেহালায় সৌরভ বাড়ির পাশেই হয় বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজো। বাড়ির সদস্যরা এই পুজোর সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে। মহারাজের পুজো নামেই পরিচিত বড়িশা প্লেয়ার্স কর্নারের এই পুজো। চতুর্থীতে পুজোর উদ্বোধন করেন সৌরভ নিজেই।

পুজোর মধ্যেই অষ্টমীর সকালে অঞ্জলির সময় বড়িশা প্লেয়ার্স কর্নারে পঞ্জাবি পরে মণ্ডপে হাজির হয়েছিলেন সকলের প্রিয় মহারাজ। যদিও সৌরভ অবশ্য এবার পুষ্পাঞ্জলি দেননি। সন্ধিপুজোর আরতি দেখে বেশ কিছুক্ষণ মণ্ডপে বসে আড্ডা দেন।

এবার উমার বিদায়কালেও বড়িশা প্লেয়ার্স কর্নারে, নিজের পাড়ার পুজোর বিসর্জনেও হাজির হন সৌরভ। দেবী প্রণাম করে আশীর্বাদও নিলেন মহারাজ।

আরও পড়ুন- ভূস্বর্গের জমি এবার হাতের মুঠোয়, বিজ্ঞপ্তি জারি স্বরাষ্ট্রমন্ত্রকের

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...