Thursday, August 28, 2025

নয়া রেকর্ড। এক সপ্তাহে বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে ২৮ লাখেরও বেশি। মাত্র সাত দিনে কোভিড-১৯ সংক্রমিতের সংখ্যার বিচারে এটি একটি নতুন রেকর্ড। এমনই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। ২৫ অক্টোবর পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় ৪ কোটি ২০ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ১১ লাখের বেশি মানুষ।

হু জানিয়েছে, গত এক সপ্তাহে নতুন করে ২৮ লাখের বেশি মানুষ কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন এবং ৪০ হাজারেরও বেশি মানুষ এই ভাইরাস সংক্রমণে মারা গেছেন। উত্তর ও দক্ষিণ আমেরিকায় করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় এই দুই অঞ্চলে কঠিন পরিস্থিতি চলছে। গত এক সপ্তাহে দুই আমেরিকা মহাদেশে ৮ লাখ ৮৪ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং প্রায় ১৭ হাজার মানুষ এই ভাইরাস সংক্রমণে প্রাণ হারিয়েছেন। এই গোটা অঞ্চলটিতে এপর্যন্ত মোট ১ কোটি ৯৭ লাখ আক্রান্ত হয়েছেন এবং প্রায় ৬ লাখ ২৬ হাজার মানুষ মারা গেছেন।

অন্যদিকে, গত সাত দিনে দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রায় ৪ লাখ ৪৫ হাজার মানুষ নতুন করে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। এই অঞ্চলে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ৮৯ লাখ ৭০ হাজারে দাঁড়িয়েছে। মৃতের মোট সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৪০ হাজার। গত সপ্তাহে মারা গেছেন ৫ হাজার ৭০০ জন। এই সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে ৪ লাখ ৩৬ হাজারের বেশি। ভারতে বেড়েছে ৩ লাখ ৭০ হাজারের বেশি এবং ১ লাখ ৫৩ হাজারের বেশি আক্রান্ত বেড়েছে ব্রাজিলে।

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version