Monday, May 5, 2025

নয়া রেকর্ড। এক সপ্তাহে বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে ২৮ লাখেরও বেশি। মাত্র সাত দিনে কোভিড-১৯ সংক্রমিতের সংখ্যার বিচারে এটি একটি নতুন রেকর্ড। এমনই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। ২৫ অক্টোবর পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় ৪ কোটি ২০ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ১১ লাখের বেশি মানুষ।

হু জানিয়েছে, গত এক সপ্তাহে নতুন করে ২৮ লাখের বেশি মানুষ কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন এবং ৪০ হাজারেরও বেশি মানুষ এই ভাইরাস সংক্রমণে মারা গেছেন। উত্তর ও দক্ষিণ আমেরিকায় করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় এই দুই অঞ্চলে কঠিন পরিস্থিতি চলছে। গত এক সপ্তাহে দুই আমেরিকা মহাদেশে ৮ লাখ ৮৪ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং প্রায় ১৭ হাজার মানুষ এই ভাইরাস সংক্রমণে প্রাণ হারিয়েছেন। এই গোটা অঞ্চলটিতে এপর্যন্ত মোট ১ কোটি ৯৭ লাখ আক্রান্ত হয়েছেন এবং প্রায় ৬ লাখ ২৬ হাজার মানুষ মারা গেছেন।

অন্যদিকে, গত সাত দিনে দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রায় ৪ লাখ ৪৫ হাজার মানুষ নতুন করে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। এই অঞ্চলে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ৮৯ লাখ ৭০ হাজারে দাঁড়িয়েছে। মৃতের মোট সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৪০ হাজার। গত সপ্তাহে মারা গেছেন ৫ হাজার ৭০০ জন। এই সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে ৪ লাখ ৩৬ হাজারের বেশি। ভারতে বেড়েছে ৩ লাখ ৭০ হাজারের বেশি এবং ১ লাখ ৫৩ হাজারের বেশি আক্রান্ত বেড়েছে ব্রাজিলে।

 

Related articles

দিনে চরম আবহাওয়া! বিকালের পর স্বস্তি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

মে মাসের শুরুতে বৃষ্টিতে বেশ খানিকটা স্বস্তি দক্ষিণবঙ্গের। সপ্তাহের শুরুতে আবারও সেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখছে আলিপুর...

রাতে বিপজ্জনক বাইকে সওয়ার! হাওড়ায় মাধ্যমিক পাশ কিশোরসহ মৃত ৩

বাগনানে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই কিশোর-সহ তিন জনের। মৃত দুই কিশোর এবার মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল। রবিবার...

মুখ্যমন্ত্রীর সফরের আগে রাজনীতি! ‘অপহরণে’ অভিযুক্ত বিজেপি

সামশেরগঞ্জের অশান্তি ঘিরে রাজ্য বিজেপি যে নিজেদের ভিত শক্ত করার চেষ্টা করেছিল, তা ব্যর্থ হয়েছে। স্থানীয়দের আস্থা অর্জনে...

এক বাইকে চারজন! উল্টোডাঙা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ২

ট্রাফিক নিয়ম ভাঙার চরম মাশুল দিলো চার বাইক আরোহী যুবক। সোমবার ভোরে উল্টোডাঙা উড়ালপুলে (Ultadanga flyover) ভয়াবহ দুর্ঘটনায়...
Exit mobile version