Tuesday, November 4, 2025

করোনা মোকাবিলায় স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করেছে প্রশাসন: বিপ্লব দেব

Date:

করোনা মোকাবিলায় রাজ্যের পরিকাঠামোর উন্নতি হয়েছে। বুধবার প্রজ্ঞাভবনে প্রাণী সম্পদ বিকাশ দফতরের উদ্যোগে মুখ্যমন্ত্রী উন্নত গো-ধন প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করে একথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি জানান, সারা বিশ্বে যে সময় করোনা ছড়িয়ে পড়ে, সেসময় রাজ্যে ভেন্টিলেটরের সংখ্যা ছিল ১। এখন তা হয়েছে ৯৯। প্রাথমিক পর্যায়ে N95 মাস্ক ছিল ৫০০- র মতো। এখন রাজ্যে ২ লক্ষ মাস্ক আছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, সব মিলিয়ে করোনা মোকাবিলায় পরিকাঠামোর উন্নতি করেছে প্রশাসন।


কৃষিকে কাজে লাগিয়ে আর্থিক উন্নয়নে দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন বিপ্লব দেব। মুখ্যমন্ত্রী বলেন, “করোনার মধ্যেও রাজ্যে দেড় গুণ ফসল উৎপাদন করা হয়েছে। ধানের পরিবর্তে ভুট্টা লাগানোর শুরু হয়েছে। এতে ধান থেকে ভুট্টা ১.৪৫ পয়সায় অধিক লাভ হচ্ছে। জিএসটির মাধ্যমে দুগ্ধ জাতীয় দ্রব্য ১,১০০ কোটি টাকার সামগ্রী অন্যরাজ্যে চলে যেত। এটা প্রতিরোধ করতে সরকার ২০১৮ সাল থেকে কাজ শুরু করেছে। এতে রাজ্যের যুবকদের আয় বৃদ্ধি পাবে।” তিনি জানিয়েছেন, এর অঙ্গ হিসেবে মুখ্যমন্ত্রী উন্নত গো-ধন প্রকল্পের ঘোষণা করা হয়েছে।

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, “বর্তমানে পিপিই কিট, মাস্ক এবং স্যানিটাইজার বিদেশে রফতানি করা হচ্ছে। ভারত যখন চিন দ্রব্য বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে তখন এগুলি ভারতেই উৎপন্ন শুরু হয়েছে।” স্বনির্ভর ক্ষেত্রে বিভিন্ন প্রকল্প নিয়েছে ত্রিপুরা। যা আত্মনির্ভর ভারত গড়ার অন্যতম দিক হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:বঙ্গ-বিজেপি থেকে সরানো হলো সুব্রত চট্টোপাধ্যায়কে, এলেন অমিতাভ চক্রবর্তী

Related articles

পালানোর চেষ্টায় অভিযুক্তদের পায়ে গুলি! কোয়েম্বাটুরে কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

কোয়েম্বাটুর(Coimbatore) বিমানবন্দরের কাছে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ(Gang Rape) করার অভিযোগের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে।  গ্রেফতর প্রক্রিয়া...

অনুষ্ঠানে যাওয়ার পথেই হরিয়ানায় নৃশংসভাবে খুন প্রাক্তন ক্রিকেটার ও কোচ

হরিয়ানার প্রকাশ্য রাস্তায় নৃশংস ভাবে প্রাক্তন ক্রিকেটার ও কোচ(Haryana cricket coach )রামকরণকে (Ramkaran) গুলি করে খুনের অভিযোগ উঠেছে...

হালকা কুয়াশার সঙ্গে নামছে পারদ, দক্ষিণবঙ্গে শীতের আগমনী বার্তা, রইল আবহাওয়ার আপডেট

পুজোর মরশুম শেষের শীতের(Winter)  আগমনী বার্তা বাংলা জুড়ে। নভেম্বরের শুরু থেকেই হালকা শীত পড়তে শুরু করেছে। সকাল  এবং...

ভয়ঙ্কর! হাত-পা ভেঙে বালি-আঠা দিয়ে নাক বন্ধ করে যোগীরাজ্যে নাবালিকা ধর্ষণ-খুন

বিজেপি(BJP) শাসিত ধর্ষকদের কার্যত স্বর্গরাজ্যে পরিণত হয়েছে উত্তরপ্রদেশ(Uttarpradesh)! শিঁকেয় উঠেছে যোগীরাজ্যে নারী সুরক্ষা। উত্তরপ্রদেশের বাহরাইচে দিন দুয়েক আগে...
Exit mobile version