Saturday, August 23, 2025

উত্তরবঙ্গে আনাজ-ফলের বাজারে আগুন, পেঁয়াজের দাম সেঞ্চুরি ছুঁইছুঁই

Date:

লক্ষ্মীপুজোর প্রাক্কালে উত্তরবঙ্গের সমতল ও পাহাড়ে শাক-সবজি, ফলের দাম আকাশছোঁয়া হয়ে গিয়েছে। তাতে মাথায় হাত পড়েছে বাসিন্দাদের। প্রায় সব জেলাতেই ধনেপাতার দর পৌঁছেছে ৩০০ থেকে ৩৫০ টাকা প্রতি কেজি। সিম, পেঁয়াজকলি অল্প পরিমাণে দেখা যাচ্ছে। তার কেজি প্রায় ৪০০ টাকা। শিলিগুড়ির কিছু এলাকায় পেঁয়াজের দাম সেঞ্চুরিতে পৌঁছেছে। ১০০ টাকা কেজি পেঁয়াজ শুনে অনেকে আঁতকে উঠছেন।

বালুরঘাট জেলা সদরে আলুর দাম কেজি প্রতি ৪৫ থেকে ৫০ টাকা। পেঁয়াজ ৮০-১০০ টাকা কেজি। কলা এক জনের দাম ৭০ টাকাও চাওয়া হচ্ছে। মালদহ শহরের অন্যতম রথবাড়ি সবজি মার্কেট। সেখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা কেজি। আলুর দাম কেজি প্রতি ৫০ টাকা। এক মুঠো মুলো শাকের দাম ২০ টাকা। আপেল, কলা, মুসুম্বি সবই গড় পরতায় ১২০-১৫০ টাকা কেজি।

শিলিগুড়িতে ফুলকপির কেজি প্রতি দাম ৮০-১২০ টাকা অবধি চাইছেন বিক্রেতারা। বাঁধাকপি ৭০-৮০ টাকা কেজি। কাঁচালঙ্কা ১৫০-১৮০ টাকা কেজি। শিলিগুড়িতে পেঁয়াজ ৮০-৯০ টাকা কেজি দর হাঁকা হচ্ছে। বিধান মার্কেটের কয়েকজন বিক্রেতা তো পেঁয়াজের দর ১০০ টাকা কেজি দরও হাঁকছেন।

জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারেও আলুর দর কেজি প্রতি ৫০ টাকার আশেপাশেই ঘোরাফেরা করছে। ফলের দাম তো যে যেমন পারছেন চাইছেন বলে অভিযোগ। ফুলকপি, বাঁধাকপির দর ওই তিন জেলায় ১২০-১৫০ টাকা কেজি ও ৭০-৮০ টাকা কেজিও চাওয়া হচ্ছে।

দার্জিলিং ও কালিম্পং জেলায় স্বভাবতই সবজির দাম বেশি। তবে সেখানে স্থানীয় আলুর দাম ৪০ টাকা কেজি। লোকাল ফুলকপি, বাঁধাকপিও ১০০ টাকার মধ্যেই কেজিতে মিলছে। কিন্তু, আপেল, কলা, মুসুম্বি সেখানে প্রায় ১৫০-১৮০ টাকা কেজি দর হাঁকা হচ্ছে।

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...
Exit mobile version