Friday, November 7, 2025

অগ্নিগর্ভ বাগনান! গ্রেফতার ৬ বিজেপি নেতা, উদ্ধার তাজা বোমা

Date:

অষ্টমীর রাতে দুষ্কৃতীদের গুলিতে বিজেপি কর্মী খুনের ঘটনায় রীতিমতো উত্তপ্ত বাগনান। এই হত্যাকাণ্ডের পেছনে তৃণমূল জড়িত অভিযোগ তুলে বৃহস্পতিবার ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে বিজেপি। যার জেরে সকাল থেকেই হাওড়ার বাগনানে বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট। পাশাপাশি বিজেপির ডাকা বনধের বিরোধিতা করে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। সবমিলিয়ে সকাল থেকেই উত্তপ্ত হয়েছে বাগনান এলাকায়। এরই মাঝে বনধ চলাকালীন বোমা মজুত করে অশান্তি পাকানোর অভিযোগে বাগনানের রথতলা থেকে ৬ বিজেপি নেতাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি তাজা বোমা। ধৃতদের বিরুদ্ধে কোভিড প্রটোকল না মেনে বেআইনিভাবে জমায়েত করা, বোমা মজুত করা, পুলিশের কাজে বাধা দেওয়া-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। অশান্তির আঁচ পেয়ে ইতিমধ্যেই বাগনানের একাধিক জায়গায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।

প্রসঙ্গত, বাগনানের বিজেপি নেতা কিঙ্কর মাঝিকে অষ্টমীর রাতে তার বাড়ির সামনে গুলি করে দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় ওই বিজেপি নেতাকে প্রথমে উলুবেড়িয়া হাসপাতাল এবং পরে কলকাতা এনআরএসে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তার। বুধবারই দলীয় নেতাকে খুনের প্রতিবাদে ১২ ঘণ্টা বনধের ডাক দেয় বিজেপি। সরাসরি এই ঘটনার দায় বিজেপির তরফ চাপানো হয় তৃণমূলের উপর। যদিও তৃণমূলের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এটা সম্পূর্ণভাবে পারিবারিক বিবাদের ঘটনা। এর সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনওভাবেইভাবেই জড়িত নয়। এবং যার বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে সে এলাকার দাগি দুষ্কৃতী বলেই পরিচিত।

আরও পড়ুন: প্রাণ সংশয় ও খরচ বহনের ক্ষমতা থাকলে ‘জেড প্লাস’ নিরাপত্তা, নির্দেশ আদালতের

তবে এই খুনের ঘটনাকে কেন্দ্র করে বাগনানে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে গেরুয়া শিবির। দলের রাজ্য যুব মোর্চার সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর বাগনানে কর্মসূচি রয়েছে এই বনধের সমর্থনে। ইতিমধ্যেই বিজেপি নেতা খুনের ঘটনায় অভিযুক্তের বাড়ি ভাঙচুর হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি বনধকে কেন্দ্র করে কোনওরকম অপ্রীতিকর ঘটনার রুখতে পুরোপুরি তৈরি প্রশাসন। বিশাল পুলিশবাহিনী, র‍্যাফের পাশাপাশি এলাকায় মোতায়েন করা হয়েছে জলকামান।

Related articles

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...
Exit mobile version