Thursday, August 21, 2025

অগ্নিগর্ভ বাগনান! গ্রেফতার ৬ বিজেপি নেতা, উদ্ধার তাজা বোমা

Date:

অষ্টমীর রাতে দুষ্কৃতীদের গুলিতে বিজেপি কর্মী খুনের ঘটনায় রীতিমতো উত্তপ্ত বাগনান। এই হত্যাকাণ্ডের পেছনে তৃণমূল জড়িত অভিযোগ তুলে বৃহস্পতিবার ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে বিজেপি। যার জেরে সকাল থেকেই হাওড়ার বাগনানে বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট। পাশাপাশি বিজেপির ডাকা বনধের বিরোধিতা করে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। সবমিলিয়ে সকাল থেকেই উত্তপ্ত হয়েছে বাগনান এলাকায়। এরই মাঝে বনধ চলাকালীন বোমা মজুত করে অশান্তি পাকানোর অভিযোগে বাগনানের রথতলা থেকে ৬ বিজেপি নেতাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি তাজা বোমা। ধৃতদের বিরুদ্ধে কোভিড প্রটোকল না মেনে বেআইনিভাবে জমায়েত করা, বোমা মজুত করা, পুলিশের কাজে বাধা দেওয়া-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। অশান্তির আঁচ পেয়ে ইতিমধ্যেই বাগনানের একাধিক জায়গায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।

প্রসঙ্গত, বাগনানের বিজেপি নেতা কিঙ্কর মাঝিকে অষ্টমীর রাতে তার বাড়ির সামনে গুলি করে দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় ওই বিজেপি নেতাকে প্রথমে উলুবেড়িয়া হাসপাতাল এবং পরে কলকাতা এনআরএসে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তার। বুধবারই দলীয় নেতাকে খুনের প্রতিবাদে ১২ ঘণ্টা বনধের ডাক দেয় বিজেপি। সরাসরি এই ঘটনার দায় বিজেপির তরফ চাপানো হয় তৃণমূলের উপর। যদিও তৃণমূলের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এটা সম্পূর্ণভাবে পারিবারিক বিবাদের ঘটনা। এর সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনওভাবেইভাবেই জড়িত নয়। এবং যার বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে সে এলাকার দাগি দুষ্কৃতী বলেই পরিচিত।

আরও পড়ুন: প্রাণ সংশয় ও খরচ বহনের ক্ষমতা থাকলে ‘জেড প্লাস’ নিরাপত্তা, নির্দেশ আদালতের

তবে এই খুনের ঘটনাকে কেন্দ্র করে বাগনানে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে গেরুয়া শিবির। দলের রাজ্য যুব মোর্চার সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর বাগনানে কর্মসূচি রয়েছে এই বনধের সমর্থনে। ইতিমধ্যেই বিজেপি নেতা খুনের ঘটনায় অভিযুক্তের বাড়ি ভাঙচুর হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি বনধকে কেন্দ্র করে কোনওরকম অপ্রীতিকর ঘটনার রুখতে পুরোপুরি তৈরি প্রশাসন। বিশাল পুলিশবাহিনী, র‍্যাফের পাশাপাশি এলাকায় মোতায়েন করা হয়েছে জলকামান।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version