এবার পিছিয়ে গেল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । নভেম্বরে এই উৎসব হওয়ার কথা ছিল। কিন্তু মহামারি পরিস্থিতিতে কোনও ঝুঁকি নিতে রাজি নয় রাজ্য সরকার। তাই এই উৎসব পিছিয়ে দেওয়া হল।
After receiving global film fraternity’s consent, I hereby inform all stakeholders of Kolkata International Film Festival & cine lovers that our festival has been rescheduled, given the current circumstances. It will now be held from Jan 8-15, 2021. Let the preparations begin!
— Mamata Banerjee (@MamataOfficial) October 29, 2020
আগামী ৮ থেকে ১৫ জানুয়ারি হবে কলকাতা চলচ্চিত্র উৎসব। টুইট করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- মাঠে থেকেও অন্তঃসত্ত্বা অনুষ্কার উপর নজর বিরাটের, জানতে চাইলেন খেয়েছেন কিনা
সিনেমা প্রেমীদের ও সমস্ত স্টেকহোল্ডারদের উদ্দেশে টুইটে মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার জানান, বর্তমান পরিস্থিতির জন্য চলচ্চিত্র উৎসবের সময় বদল করা হয়েছে।