Wednesday, November 5, 2025

২৬ দিনে ৬০ কিলোমিটার হেঁটে বাড়ি ফিরল আদরের হারানো পোষ্য

Date:

চমক তো বটেই, চরম আশ্চর্যজনকও। মনিবের সঙ্গে বেড়াতে বেরিয়ে পথ হারিয়েছিল সে। দীর্ঘ খোঁজাখুঁজির পরও মেলেনি সন্ধান। অবশেষে হারানোর শোক কাটিয়ে যখন আবার স্বাভাবিক ছন্দে চলতে শুরু করেছে জীবন তখনই হঠাৎ বাড়ি ফিরল সে। জানা গেছে ২৬ দিনে ৬০ কিলোমিটার পথ হেঁটে মনিবের বাড়ি পৌঁছেছে ছোট্ট কুকুর ছানা দোউদোউ। স্বাভাবিকভাবেই আদরের হারানো পোষ্যকে ফের বাড়ি ফিরতে দেখে খুশির অন্ত নেই পরিবারে। জানা গিয়েছে ছোট্ট কুকুর ছানার এমন অসামান্য কৃতিত্বের ঘটনাটি ঘটেছে চিনে।

সংবাদ মাধ্যম সূত্রের খবর হাংঝোউ কিউ নামের এক ব্যক্তির দো‌উ দোউ নামের এক পোষ্য কুকুর ছিল। পরিবারের অত্যন্ত আদরের ছিল কুকুরটি। কয়েক সপ্তাহ আগে বাড়ির সবাই মিলে বেড়াতে গিয়ে হারিয়ে যায় দোউ দোউ। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনও সন্ধান পাওয়া যায়নি। এরপর হতাশ হয়েই কার্যত বাড়ি ফিরে আসে গোটা পরিবার। কুকুরটির আসা একেবারেই ছেড়ে দিয়েছিলেন হাংঝোউ কিউ। ঠিক তখনই সকলকে চমকে দিয়ে ২৬ দিন পর বাড়ি ফিরে এল কুকুরটি। তাকে বাড়ীর দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে রীতিমতো চমকে যান সকলেই।

আরও পড়ুন: রাজ্যপালের সফরে গুরুংয়ের দল ভাঙানোর চেষ্টা করবে বিজেপি, আশঙ্কা অনুগামীদের

২৬ দিন পর মনিবের কাছে ফিরে আসা ওই কুকুরের শরীর ভেঙে গিয়েছিল অনেকখানি। সারা শরীরে ময়লা লেগে থাকার পাশাপাশি দীর্ঘ পথ হাঁটার ক্লান্তিও ছিল। তবে বাড়ি ফেরার আনন্দে খুশিতে উচ্ছল ছিল সে। খুশি পরিবারের সকলেও। সোশ্যাল মিডিয়াতেও রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে এই কুকুর ছানা দোউ দোউ। এ প্রসঙ্গে অবশ্য স্থানীয় সংবাদ মাধ্যমকে পশু বিশেষজ্ঞ জানান, কুকুরের এহেন ক্ষমতা একেবারেই নতুন কিছু নয়। তবে এত দূরে হারিয়ে গিয়ে পথ চিনে বাড়ি ফিরে আসাটা নিশ্চিত ভাবেই বেনজির প্রতিভা।

Related articles

নিম্নচাপের সম্ভাবনার মাঝেই রাজ্যে হিমেল পরশ, উত্তরে ঝকঝকে আকাশ দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস 

ভোররাতে ঘন কুয়াশা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সকাল থেকে হালকা হিমেল পরশ । অফিসিয়ালি শীত (Winter) আগমনের ঘোষণা হয়নি...

অনলাইন গেমিং বাতিল কেন, কেন্দ্রের হলফনামা চায় সুপ্রিম কোর্ট 

অনলাইনে কোনও টুর্নামেন্ট বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যদি কেউ টাকা রোজগার করতে পারে তাহলে সেটাকে কেন জুয়া হিসেবে...

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...
Exit mobile version