লক্ষ্মীপুজোর দিনও বেজায় ব্যস্ত রূপাঞ্জনা, ফাঁস করলেন গোপন কথা

করোনা আবহে এবার শুধু পরিবারের সদস্যদের নিয়ে লক্ষ্মীপূজো সারলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। তিনি জানান, প্রতিবারই তাঁর বাড়ির লক্ষ্মীপুজো হয় যথেষ্ট জাঁকজমক করে। আসেন বন্ধুবান্ধব, আত্মীয়রা। কিন্তু একই এবার জনসমাগমে নিষেধাজ্ঞা। তারপর তাঁর ব্যস্ত সিডিউল। এত ব্যস্ততা কীসের? ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’কে রূপাঞ্জনা জানালেন, বেশ কিছুটা বিরতির পর ফের ছোট পর্দায় ফিরছেন তিনি। ফলে ছবির কাজের পাশাপাশি সিরিয়ালের কাজ নিয়ে ব্যস্ত অভিনেত্রী।

বৃহস্পতিবার রাতেই ফিরেছেন। আবার লক্ষ্মীপুজোর দিনেই পড়েছে আউটডোর শুটিং। তাই যতটা সম্ভব তাড়াতাড়ি পুজো সেরে নিয়েছেন। পরিবারের সমৃদ্ধির পাশাপাশি মা লক্ষ্মীর কাছে রূপাঞ্জনার প্রার্থনা- আগামী বছর যেন সুস্থভাবে সবাই মিলে হৈ চৈ করে পুজো কাটাতে পারি।

আরও পড়ুন- শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক ও গ্রিস