Sunday, November 9, 2025

দ্বিতীয় ডায়ালিসিসও সফল, চিকিৎসায় সাড়া দিলেও সঙ্কট কাটেনি সৌমিত্রর

Date:

এখনও উদ্বেগ কাটেনি। কাটেনি আশঙ্কা। চিকিৎসায় সাড়া দিচ্ছেন, তবে সঙ্কটমুক্ত নন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর দ্বিতীয়বার ডায়ালিসিস সম্পূর্ণ হয়েছে। আগামীকাল, শনিবার তৃতীয় ডায়ালিসিস হওয়ার কথা। এরপর অবস্থা বুঝে ব্যবস্থা। প্রয়োজন বুঝলে আরও ডায়ালিসিস হতে পারে বর্ষীয়ান অভিনেতার, এমনটাই খবর হাসপাতাল সূত্রে।

সূত্রে আরও জানা গিয়েছে, ৮৫ বছর বয়সী অভিনেতা চিকিৎসায় সাড়া দিলেও বা ডায়ালিসিস সফল হলেও তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। যদিও গত ৪৮ ঘণ্টায় নতুন করে সৌমিত্রবাবুর শারীরিক অবস্থার কোনও অবনতি হয়নি। বরং, তাঁর স্নায়ুর সমস্যায় কিছুটা উন্নতি হয়েছে। কাউকে চিনতে না পারলেও অভিনেতা মাঝেমধ্যে চোখ মেলে তাকাচ্ছেন। গ্লাসগো কোমা স্কেলে উন্নতি ধরা পড়ছে। স্কেলের মাত্রা ১৩ থেকে ১৫–এর মধ্যে থাকলে, তা স্বাভাবিক ধরে নেওয়া হয়। গতকাল স্কেলের হিসেব ছিল ৯ থেকে ১০–এর মধ্যে। আজ তাতে কিছুটা উন্নতি হয়ে স্কেলের মাত্রা ১১ থেকে ১২–এর আশেপাশে রয়েছে।

শরীরে হিমোগ্লোবিনের মাত্রা অনেকটাই কম থাকায় ব্লাড ট্রান্সফিউশন করা হয়েছে। তবে শরীরের বাকি অঙ্গ–প্রত্যঙ্গ আপাতত স্বাভাবিক নিয়মে কাজ করছে। ওষুধ না দিয়েও রক্তচাপ স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে। অভিনেতাকে ভেন্টিলেশনের বাইরে নিয়ে আসা যায়, সেই চেষ্টাই করছেন চিকিৎসকরা।

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আজ আইএসএলের সূচি ঘোষণা

চিকিৎসকদের দাবি, ফুসফুস থেকে শরীরের অন্যত্র যেভাবে সংক্রমণ ছড়িয়েছিল, তাতে ওষুধ প্রয়োগে কিছুটা ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। নতুন করে আর সংক্রমণ ছড়াতে পারিনি।

Related articles

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...
Exit mobile version