লক্ষ্মী পুজোয় বিজয়া বিজেপি দফতরে, মোদির নামাঙ্কিত স্পেশাল মিষ্টি বিলি

দুর্গাপুজোর পর এবার লক্ষ্মী পুজোতেও মাতল রাজ্য বিজেপি। বিজেপি রাজ্য সদর দফতরের সামনে গেরুয়া বাহিনীর অন্ধভক্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের উদ্যোগে আজ শুক্রবার লক্ষ্মী পুজোর দিন পালন করা হলো বিজয়া দশমী।

এই উপলক্ষে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নাম লেখা মিষ্টি-সহ বাঙালি উপাচারের ৮ রকম যথা বিভিন্ন ধরনের মিষ্টি-নাড়ু-নিমকি নরেন্দ্র মোদি-অমিত শাহ-দিলীপ ঘোষের নামে উৎসর্গ করে পথচলতি মানুষ ও আশেপাশের মানুষের ভেতর বিলি করা হলো।

আরও পড়ুন- অক্টোবর শেষ, এখনই জাঁকিয়ে শীত নয় বঙ্গে, জানালো হাওয়া অফিস