Monday, August 25, 2025

ভূস্বর্গে ফের জঙ্গিদের গুলিতে খুন তিন বিজেপি নেতা, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

Date:

ফের একবার নৃশংস জঙ্গি হামলার ঘটনা ঘটল উপত্যকার মাটিতে। এবার জঙ্গিদের গুলিতে খুন হলেন জম্মু-কাশ্মীরের ৩ বিজেপি নেতা। ঘটনাটি ঘটেছে কাশ্মীরের কুলগাম জেলায়। মৃত ৩ বিজেপি নেতার মধ্যে একজন বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক ফিদা হোসেন। এবং বাকি দুই নিহত দলীয় কর্মীর নাম উমের হাজাম এবং উমের রশিদ বেগ। নৃশংস এই হত্যাকাণ্ডের পর, ঘটনার তীব্র নিন্দা করে শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রসঙ্গত উপত্যকায় দীর্ঘদিন ধরেই জঙ্গিদের টার্গেটে রয়েছেন একাধিক বিজেপি নেতা ও কর্মী। গত জুন মাস থেকে এখানে একাধিক জায়গায় বিজেপি নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। জানা গেছে, এদিন জম্মু-কাশ্মীরের ওয়াই কে পোরা এলাকায় এই তিন জনের ওপর হামলা চালায় জঙ্গিরা। যে গাড়িতে এই তিনজন সওয়ার ছিলেন সেটিকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে জঙ্গিরা। গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ফিদা হোসেনের। বাকি দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। এই হামলার কিছু পর গোটা ঘটনার দায় স্বীকার করেছে উপত্যকায় লস্কর-ই-তৈবার ছায়াসংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ বা টিআরএফ। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হুঁশিয়ারি দিয়ে সংগঠনের তরফে জানানো হয়েছে, সমাধি ক্ষেত্রেও এরপর দেহ রাখার জায়গা পাওয়া যাবে না।

পাশাপাশি এই হামলার তীব্র নিন্দা করে দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী লেখেন, ‘জম্মু-কাশ্মীরে আমাদের তিন তরুণ কর্মী হত্যাকাণ্ডের ঘটনার তীব্র নিন্দা করছি আমি। যুব সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে জম্মু-কাশ্মীরে ভীষণ ভাল কাজ করছিলেন এরা। আমি তাদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি তাদের আত্মার শান্তি কামনা করছি।’

আরও পড়ুন: আমি-আমি হল সর্বনাশের মূল: স্বামীজির বাণী উদ্ধৃত করে কাকে ইঙ্গিত শুভেন্দুর?

প্রধানমন্ত্রী পাশাপাশি এই ঘটনার নিন্দা করেছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। একইসঙ্গে এই ঘটনার জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেছেন তিনি। এদিন টুইট করে তিনি লেখেন, ‘কুলগামে ৩ বিজেপি কর্মী হত্যার ঘটনায় আমি অত্যন্ত দুঃখিত। তাদের পরিবারকে সমবেদনা জানাই। কিন্তু দিনের শেষে এরা জম্মু কাশ্মীরেরই মানুষ। ভারত সরকারের ভুল নীতির বলি হতে হল এদেরকে।’এই হত্যাকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আব্দুল্লাও।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version